সাইক্লোন ফণী

দ্রুত বীমা দাবি পরিশোধে আইআরডিএ’র নির্দেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয় ‘সাইক্লোন ফণী’র শিকার মানুষদের পাশে বীমা কোম্পানিগুলোকে দাঁড়ানোর আহবান জানিয়েছে ভারতের বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএ)। ফণীতে আক্রান্তদের বিমা সংক্রান্ত সব ধরনের সাহায্য দিতে কোম্পানিগুলোকে এগিয়ে আসতে বলেছে সংস্থাটি।

সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, বীমা কোম্পানিগুলো খুব দ্রুত উড়িষা ও পাশ্ববর্তী রাজ্যগুলোতে দ্রুত বীমা দাবি গ্রহণ ও নিষ্পত্তি করবে। একইসঙ্গে কোম্পানিগুলো এ সংক্রান্ত কাজের অগ্রগতির প্রতিবেদন দৈনিকভিত্তিক আইআরডিএ’কে দিতে হবে।

ভারতের উড়িষা রাজ্যের উপকূলে গত ৩ মে ফণী আঘাত হানে। বীমাকারীরা বলছে, শস্য ও সম্পদের গ্রাহকদের থেকে বেশি বীমা দাবি উঠবে। আশঙ্কা করা হচ্ছে, ফণী হামলায় দুই হাজার কোটি রুপির বেশি বীমা দাবি উঠতে পারে।

সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সাইক্লোন ফণীর আঘাতে উড়িষাতে ৫০০ ভবন, ৩০০ কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বীমা কোম্পানিগুলো উড়িষাতে ক্ষতিগ্রস্ত সম্পদের বীমা করা আছে কিনা সে সংক্রান্ত জরিপ করছে। শস্যের ক্ষতি স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। এরপর কৃষকদের কাছ থেকে কোম্পানিগুলো তথ্য নেবে।

ফণীর প্রভাবে রাজ্যটির ৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে। ঝড়টি মোকাবিলার জন্য ওড়িশা সরকার আগেই উপকূলবর্তী ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।

এছাড়া গত বছর জুলাই ও আগস্টে কেরালা বন্যায় বীমা কোম্পানিগুলো তিন হাজার ২০০ কোটি রুপি দাবি গ্রহণ করেছে। যার অধিকাংশ দাবি ছিল মোটর ইন্স্যুরেন্সের।

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রাকৃতিক দুর্যোগে বিশ্বব্যাপী বীমা দাবি উঠেছিল ৭৬ বিলিয়ন মার্কিন ডলার। আর ২০১৭ ও ১৮ সাল মিলে বীমা কোম্পানির মোট ক্ষতি হয়েছে ২১৯ বিলিয়ন মার্কিন ডলার।