অ্যাকাউন্টে ৩৪২ রুপি না থাকলে পলিসি বাতিল
ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্যাংক অ্যাকাউন্টে ৩১ মে পর্যন্ত ৩৪২ রুপি না থাকলে বাতিল হবে ইন্স্যুরেন্স। কেন্দ্র সরকারের প্রস্তাবিত যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্যই এই যোজনা অনুমোদন করে সরকার। কিন্তু ৩১ মে পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ৩৪২ রুপি না থাকলে সেই ইন্স্যুরেন্স বাতিল করা হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে খবর প্রকাশ পেয়েছে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অনুযায়ী, ৪ লাখ রুপি ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন মানুষ। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় ৫৫ বছর পর্যন্ত মিলবে লাইফ কভার। কোনও কারণে বীমাকর্তার মৃত্যু হলে তার নমিনি ২ লাখ রুপির কভার পাবেন। ১৮ থেকে ৫০ বছরের ব্যক্তি এই যোজনার সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অনুযায়ী, বীমাকর্তার দুর্ঘটনায় মৃত্যু হলে বা বিকলঙ্গ হয়ে গেলে ২ লাখ রুপির দুর্ঘটনা বীমা মিলবে। আংশিক বিকলঙ্গের জেরে ১ লাখ রুপি পর্যন্ত বীমা কভার মিলবে। ১৮ থেকে ৭০ বছরের ব্যক্তি এর সুবিধা নিতে পারবেন। বার্ষিক প্রিমিয়াম ১২ রুপি। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এর বার্ষিক প্রিমিয়াম মে মাসে শেষে কাটা হয়।
প্রতিবছরই পলিসি রিনিউ হতে থাকে। বার্ষিক প্রিমিয়াম ৩৩০ রুপি। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অনুযায়ী এর প্রিমিয়াম ১২ রুপি। উভয় মিলে মোট ৩৪২ রুপি প্রিমিয়াম দিতে হবে। মে মাসের শেষে এই ব্যালেন্স না থাকলে বীমা বাতিল হয়ে যাবে।