গাড়ি বীমার খরচ বাড়াচ্ছে আইআরডিএআই

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতে চার চাকা ও দু'চাকার গাড়ির বীমার প্রিমিয়াম বাবদ খরচ বাড়তে পারে। চলতি অর্থ বছর থেকে গাড়ি, বাইক, বাস ও অন্যান্য যাত্রী পরিবহনের গাড়ির ক্ষেত্রে থার্ড পার্টি বীমার প্রিমিয়ামের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)। বীমা নিয়ন্ত্রকের এই প্রস্তাব কার্যকর হলে গাড়ি বীমার প্রিমিয়াম বাড়বে।

আইআরডিএআই তাদের প্রস্তাবে ১ হাজার সিসির কম ইঞ্জিন ক্ষমতাযুক্ত গাড়ির ক্ষেত্রে মোটর থার্ড পার্টি প্রিমিয়ামের অঙ্ক বর্তমান ১ হাজার ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ১২০ টাকা করার কথা জানিয়েছে।

২০১৯-২০ অর্থ বছর থেকে এই নতুন হার কার্যকর করার প্রস্তাব দেয়া হয়েছে। একইভাবে, ১ হাজার সিসি থেকে ১ হাজার ৫০০ সিসি ইঞ্জিন ক্ষমতার গাড়ির ক্ষেত্রে থার্ড পার্টি বীমার প্রিমিয়াম বর্তমান ২ হাজার ৮৬৩ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৩০০ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। যদিও, বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে (১ হাজার ৫০০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা) থার্ড পার্টি বীমার প্রিমিয়াম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়নি। বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে থার্ড পার্টি বীমা বাবদ বর্তমানে ৭ হাজার ৮৯০ টাকা প্রিমিয়াম দিতে হয়।

সাধারণত, ১ এপ্রিল থেকে গাড়ির থার্ড পার্টি বীমার প্রিমিয়াম বাড়ানো হয়। তবে, এ বার পরবর্তী নির্দেশিকা প্রকাশ না করা পর্যন্ত পুরোনো হারই বজায় রাখার সিদ্ধান্ত নেয় বীমা নিয়ন্ত্রক সংস্থাটি।

সম্প্রতি চলতি অর্থ বছরের জন্য গাড়ির থার্ড পার্টি প্রিমিয়ামের নতুন খসড়া তালিকা প্রকাশ করে আইআরডিএআই। সমস্ত স্বত্বভোগীদের ২৯ মে'র মধ্যে প্রস্তাবিত প্রিমিয়াম নিয়ে মতামত প্রকাশের আবেদন জানানো হয়েছে।

খসড়া প্রস্তাব অনুযায়ী, ৭৫ সিসির কম ইঞ্জিন ক্ষমতার বাইকের ক্ষেত্রে থার্ড পার্টি বীমার প্রিমিয়ামের অঙ্ক বর্তমান ৪২৭ টাকা থেকে বাড়িয়ে ৪৮২ টাকা করা হয়েছে। ৭৫ সিসি থেকে ৩৫০ সিসি ইঞ্জিন ক্ষমতার বাইকের ক্ষেত্রেও বীমার প্রিমিয়াম বৃদ্ধির প্রস্তাব দেয়া হয়েছে। তবে, সুপারবাইকের (৩৫০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা) ক্ষেত্রে থার্ড পার্টি বীমার প্রিমিয়ামে কোনো বদল চাওয়া হয়নি।

অন্যদিকে, এককালীন প্রিমিয়ামের ক্ষেত্রেও কোনো পরিবর্তন খসড়া প্রস্তাবে করা হয়নি। নতুন গাড়ির ক্ষেত্রে এককালীন তিন বছর এবং বাইকের ক্ষেত্রে পাঁচ বছরের থার্ড পার্টি বীমা নেয়া হয়। বিদ্যুৎচালিত চারচাকা এবং দু'চাকার গাড়ির ক্ষেত্রে থার্ড পার্টি প্রিমিয়ামের উপর ১৫ শতাংশ ছাড় দেয়ার প্রস্তাবও দিয়েছে আইআরডিএআই। ই-রিক্সার ক্ষেত্রেও প্রিমিয়ামের পরিমাণ একই রাখা হয়েছে। তবে, স্কুল বাসের ক্ষেত্রে বীমার প্রিমিয়াম বাড়ানো হতে পারে। ট্যাক্সি, বাস এবং ট্রাকের থার্ড পার্টি বীমার পরিমাণ প্রস্তাব দেয়া হয়েছে। ট্র্যাক্টরের ক্ষেত্রে বীমা প্রিমিয়াম অপরিবর্তিত রাখা হয়েছে।

গাড়ি থার্ড পার্টি বীমার অঙ্ক নির্ধারণের জন্য ইন্স্যুরেন্স ইনফর্মেশন ব্যুরো অফ ইন্ডিয়া দেয়া তথ্য ব্যবহার করা হয়েছে। এছাড়া, ২০১১-১২ অর্থবর্ষ থেকে ২০১৭-১৮ অর্থবর্ষ পর্যন্ত যে পরিমাণ ক্লেইম মেটানো হয়েছে তাও ব্যবহার করেছে আইআরডিএআই।