ভারতে গাড়ি বীমার খরচ বেড়েছে
ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)’র নির্দেশ অনুসারে বাধ্যতামূলক থার্ড পার্টি ইন্স্যুরেন্স সর্বাধিক ২১ শতাংশ হারে বাড়ছে। নতুন এই হার কার্যকর হবে আগামী ১৬ জুন থেকে। সাধারণভাবে বাধ্যতামূলক থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্রিমিয়ামের হার পরিবর্তন হয় ১ এপ্রিল। এ বার সেই তারিখেও পরিবর্তন করা হয়েছে।
আইআরডিআই একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, ১ হাজার সিসির কম ইঞ্জিনের ছোট গাড়ির ক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্রিমিয়াম ১ হাজার ৮৫০ থেকে বেড়ে হবে ২ হাজার ৭২ অর্থাৎ ১২ শতাংশ বেশি। ১ হাজার থেকে ১ হাজার ৫০০ সিসি ইঞ্জিনের গাড়ির প্রিমিয়াম বাড়ানো হয়েছে ১২.৫ শতাংশ। অর্থাৎ এখন প্রিমিয়াম দিতে হবে ৩ হাজার ২২১ টাকা।
যদিও ১ হাজার ৫০০ সিসির বেশি ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়ামের হার অপরিবর্তিত রাখা হয়েছে ৭ হাজার ৮৯০ টাকায়। এরসঙ্গে মোটরবাইকের থার্ড পার্টি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের হারও বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রেও ১৬ জুন থেকে কার্যকর হবে নতুন হার। এই নির্দেশিকা অনুযায়ী, ৭৫ সিসি কিংবা তার থেকে কম সিসির ইঞ্জিনের ক্ষেত্রে প্রিমিয়াম বাড়ানো হয়েছে ১২.৮৮ শতাংশ। এখন প্রিমিয়াম গিয়ে দাঁড়াবে ৪৮২ টাকা। ৭৫-১৫০ সিসির মোটরবাইকের ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে হয়েছে ৭৫২ টাকা।
নতুন এই হারে সবথেকে বেশি বাড়ানো হয়েছে ১৫০-৩৫০ সি.সি-র ইঞ্জিনের মোটরবাইকের ওপর। ৯৮৫ টাকার প্রিমিয়াম বেড়ে হয়েছে ১,১৯৩ টাকা। ৩৫০ সিসির বেশি ইঞ্জিনের সুপার বাইকের প্রিমিয়াম অপরিবর্তিত রাখা হয়েছে।
আইআরডিআই বাণিজ্যিক মালবাহী গাড়ি এবং অন্যান্য গাড়ির ইন্স্যুরেন্সের হারও বাড়িয়েছে। স্কুলবাসে এই বর্ধিত হার কার্যকর হলেও ই-রিকশার ক্ষেত্রে হারের কোনও পরিবর্তন হয়নি। তবে দীর্ঘমেয়াদি ইন্স্যুরেন্স অর্থাৎ গাড়ির ক্ষেত্রে তিন বছর এবং মোটরবাইকের ক্ষেত্রে পাঁচ বছরের ইন্স্যুরেন্স প্রিমিয়ামের হার অপরিবর্তিত রাখা হয়েছে।