থার্ড পার্টি ইন্স্যুরেন্স

চাপের মুখে প্রিমিয়াম হার কমাল ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক: পরিবহন মালিকদের চাপের মুখে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হার কমানোর ঘোষণা দিয়েছে ভারতের বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই। ১ এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবছরে বিভিন্ন শ্রেণীর যানবাহনে ওপর এই প্রিমিয়াম হার কার্যকর করা হবে।

এরআগে গত ২৮ মার্চ বিভিন্ন শ্রেণীর যানবাহনের প্রিমিয়াম হার ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেয় আইআরডিএআই। এরপরই ট্রাক মালিকদের বিভিন্ন সংগঠন প্রিমিয়াম হার কমানোর দাবিতে ধর্মঘট শুরু করে। প্রতিবাদের মুখে দু'সপ্তাহ পর আবার প্রিমিয়াম কমানোর ঘোষণা দিল এই নিয়ন্ত্রক সংস্থা।

ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)'র চীফ জেনারেল ম্যানেজার (নন-লাইফ) ইয়াংগাপ্রিয়ার ভারথ এক আদেশে জানিয়েছেন, সংশোধিত এই নতুন প্রিমিয়াম হার ১ এপ্রিল ২০১৭ থেকে কার্যকর করা হবে।

সংশোধিত প্রিমিয়াম হার অনুসারে, পণ্য পরিবাহী যানবাহনের ক্ষেত্রে তিন চাকার যান ব্যতিত অন্যান্য গণ পরিবহনের প্রিমিয়াম উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। গত ২৮ মার্চের ঘোষণায় ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার পর এবার তা ৮ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

আগের ঘোষণায় যেসব পরিবহণের প্রিমিয়াম বর্ধিত করে ২৩ হাজার ৪৭ রুপি থেকে ৩৭ হাজার ৬২ রুপি নির্ধারণ করা হয়েছিল, বর্তমানে তা কমিয়ে ১৫ হাজার ৩৬৫ রুপি থেকে ২৪ হাজার ৭০৮ রুপি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ আদেশ অনুসারে পণ্য পরিবাহী বাদে অন্যান্য শ্রেণীর যানবাহনের প্রিমিয়াম কমিয়ে আনা হয়েছে। গত ২৮ মার্চ যেসব পরিবহণের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছিল ২১ হাজার ৫১১ রুপি থেকে ৩৬ হাজার ১২০ রুপি, এবার তা কমিয়ে ১৯ হাজার ৬৬৭ রুপি থেকে ৩৩ হাজার ২৪ রুপি করা হয়েছে।

এরআগে গত ৩ মার্চ প্রিমিয়াম হার বৃদ্ধির খসড়া প্রকাশের পর দেশটির ট্রাক মালিকদের কিছু সংগঠন প্রতিবাদ জানায়। প্রতিবাদের অংশ হিসেবে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে পরিবহন মালিকদের সংগঠন সাউথ ইন্ডিয়া মটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া কনফেডারেশন অব গুডস ভেহিকলস ওনার্স অ্যাসোসিয়েশেন। (সূত্র: এইচবিএল, আইবি, এআইআর)