বায়ু দূষণের প্রভাব পড়বে স্বাস্থ্য বীমায়
ইন্টারন্যাশনাল ডেস্ক: স্বাস্থ্য বীমায় বায়ু দূষণের প্রভাব পড়বে। বেড়ে যাবে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম হার। এমনটাই মনে করছেন ভারতের বীমাখাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, ভারী বায়ু দূষণের কারণে জনসাধারণের মধ্যে অসুস্থতার হার বেড়ে যাবে। এতে করে বাড়বে স্বাস্থ্য বীমার দাবির পরিমাণ। যা প্রিমিয়াম হার বাড়াতে বাধ্য করবে বীমারকারীদের।
এরইমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য বীমার জন্য পৃথক প্রিমিয়াম হার নির্ধারণ করেছে দেশটির কিছু বীমা কোম্পানি। কিছু অঞ্চলে প্রিমিয়াম হার সামান্য বাড়ানো হয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি ব্যয়ের ওপর ভিত্তি করে স্বাস্থ্য বীমার এই প্রিমিয়াম হার বাড়ানো হয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরের তুলনায় মহানগরে হাসপাতালে ভর্তি খরচ বেশি।
জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) -দিল্লিতে ভারী বায়ু দূষণ দেখা দিয়েছে। যা এরইমধ্যে জনস্বাস্থ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। এরফলে হাসপাতালে ভর্তি হওয়ার পরিমাণ বেড়েছে। তবে বীমা দাবির ওপর এখনো খুব একটা প্রভাব পড়েনি। খুব শিগগিরই স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের ওপর বায়ু দূষণের প্রভাব পড়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন বাজাজ অ্যালিয়েনজ জেনারেল ইন্স্যুরেন্সের রিটেইল আন্ডাররাইটিং হেড গুরুদীপ সিং বাত্রে।
বাজাজ অ্যালিয়েনজ জেনারেল ইন্স্যুরেন্সের এই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম লাইভ মিন্ট’র সঙ্গে আলাপকালে গত দুই সপ্তাহের বেশিরভাগ ক্ষেত্রে ‘গুরুতর’ এবং ‘বিপজ্জনক’ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) পড়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দূষণ প্রায় দীর্ঘকাল ধরে চলছে। তবে এটি এমন একটি স্পাইক বা শক্ত উপাদান যা এক মাস বা তার বেশি সময় ধরে বিরাজ করে এবং শিগগিরই এটি অতিক্রম করা উচিত।
বীমা দালাল সংস্থা সিকিউরনাউ.ইন -এর প্রধান কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক অভিষেক বন্দিয়া বলেছেন, বীমাকারীরা এখনও বায়ু দূষণের বিষয়ে গুরুতর আলোচনা শুরু করেনি। এর কারণ মূলত প্রাথমিকভাবে তথ্য একত্র করা প্রয়োজন। তিনি আরো বলেন, অবশ্য হাসপাতালে ভর্তি হওয়ার পরিমাণ বেড়েছে। তবে বীমা দাবির ওপর খুব একটা বেশি প্রভাব পড়েনি।
অভিষেক বন্দিয়া বলেন, সামগ্রিক দাবি বিবেচনায় হাঁপানি রোগী বা শ্বাসকষ্টজনিত অসুস্থ ব্যক্তিদের জন্য ক্যান্সার, হার্টের সমস্যা এবং এমন কিছুর তুলনায় ব্যয়বহুল সার্জারি বা শল্য চিকিত্সার সম্ভাবনা কম। তিনি আরো বলেন, মারাত্মক দূষণ দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা তৈরি করে এবং যদি এটি পাঁচ থেকে সাত বছর দেখা যায় তাহলে বীমাকারীরা এটি বিবেচনা করতে পারেন।
অনলাইন বীমা বাজার ‘পলিসিবাজারডটকম’ এর স্বাস্থ্য বীমা বিভাগের প্রধান অমিত চাবব্রা বলেন, কিছু বীমা কোম্পানির এরইমধ্যে দিল্লি-এনসিআর এবং উত্তর ভারতের বেশিরভাগ অংশে প্রিমিয়ামের হার কিছুটা বেশি রয়েছে। কারণ এই অঞ্চলে বীমার লোকসানের অনুপাত দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি।