টেকসই বীমা খাত নির্মাণে বৈঠকে বসছেন আসিয়ান নেতৃবৃন্দ
ইন্টারন্যাশনাল ডেস্ক: টেকসই বীমা খাত নির্মাণে বৈঠকে বসছেন এ খাতের আসিয়ান নেতৃবৃন্দ। আগামী ২৬ অক্টোবর অনলাইন মাধ্যমে এবারের বৈঠক অনুষ্ঠিত হবে।
জলবায়ু পরিবর্তন এবং বীমা খাতে এর প্রভাবসহ আসিয়ান ইকনোমিক কমিউনিটি নীতি নির্ধারণ প্রক্রিয়ায় করণীয় বিষয়ে তাদের মতামত তুলে ধরবেন চতুর্থ এ বৈঠকে।
চতুর্থ আসিয়ান বীমা সম্মেলনের আয়োজক হিসেবে রয়েছে আসিয়ান ইন্স্যুরেন্স কাউন্সিল (এআইসি) এবং এর ব্যবস্থাপনায় রয়েছে সিঙ্গাপুর কলেজ অব ইন্স্যুরেন্স (এসসিআই) ।
এবারের সম্মেলনের বিষয়বস্তু- ‘বিল্ডিং এ মোর সাসটেইনেবল এন্ড রিসিলিয়েন্ট আসিয়ান’ । সিঙ্গাপুরের আর্থিক নিয়ন্ত্রক সংস্থার সহকারী ব্যবস্থাপনা পরিচালক মারকাস লিম অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এখন পর্যন্ত সম্মেলনে বক্তাদের তালিকায় রয়েছেন- আসিয়ান ইকোনমিক কমিউনিটির উপ-মহাসচিব এইচ ই সতবিন্দর সিং, যিনি একটি বিশেষ ভাষণ দেবেন।
এ ছাড়াও আসিয়ান সেক্রেটারিয়েট এর শক্তি ও খনিজ বিভাগের সহকারী পরিচালক মিসেস মেরি গেইল ডি সাগন; আসিয়ান সেক্রেটারিয়েট এর আইসিটি ও পর্যটন বিভাগের ড. বুডি ইউওনো; বিশ্বব্যাংকের লিড ইন্স্যুরেন্স বিশেষজ্ঞ ক্রেইগ থর্বার্ন;
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বীমা ও সম্পদ ব্যবস্থাপনা শিল্পের প্রধান আন্দ্রে বেলিয়েউ এবং ইন্দোনেশিয়ার আদিরা ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট হাসান আবদুল করিম বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন এবারের সম্মেলনে।
সম্মেলন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং আসিয়ান ইন্স্যুরেন্স কাউন্সিলের সদস্যদের মধ্যে একটি সেশনও থাকবে, যেখানে তারা বীমা এবং সম্পদ ব্যবস্থাপনা শিল্পের জন্য একটি কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।
এসব সেশনের ফলে অংশগ্রহীতাদের নিয়ন্ত্রক, অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রাখতে এবং তাদের ব্যবসায়িক কৌশল এবং সিদ্ধান্তগুলোতে পরিবর্তনের প্রভাব বিবেচনা করতে সক্ষম করবে।
সম্মেলনের সতবিন্দর সিং এবং আসিয়ান সেক্রেটারিয়েটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এইসি ব্লুপ্রিন্ট ২০২৫, আসিয়ান ডিজিটাল মাস্টারপ্ল্যান ২০২৫ এবং আসিয়ান জলবায়ু কর্ম পরিকল্পনার সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করবেন। (সূত্র: এইআর)