সাইবার ইন্স্যুরেন্স পলিসির কাঠামো নিয়ে ভারতে নতুন নির্দেশনা
ইন্টারন্যাশনাল ডেস্ক: সাইবার ইন্স্যুরেন্স পলিসির কাঠামো নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ভারত। ক্রমবর্ধমান হাই প্রোফাইল তথ্য চুরির পাশাপাশি সাইবার আক্রমণের ঘটনা মাথায় রেখে গত বুধবার এই নির্দেশনা জারি করেছে দেশটির বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই।
বর্তমান মহামারী পরিস্থিতিতে ব্যক্তি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের অনলাইন প্রদর্শন আরো বাড়তে থাকে। এই প্রেক্ষিতে সাইবার লায়াবিলিটি ইন্স্যুরেন্স পলিসি অর্ডিং মানসম্মতকরণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া।
সাইবার ইন্স্যুরেন্সের জন্য পণ্য কাঠামোর ওপর নির্দেশিকা নথির প্রধান উদ্দেশ্য হল;
অধিকতর সাইবার ঝুঁকির প্রেক্ষিতে বীমাকারীদের নতুন প্রযুক্তির মূল্যায়ন করতে সক্ষম করা, বিদ্যমান পণ্যের সুরক্ষার দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং বাজারের পরিবর্তিত চাহিদাগুলো মোকাবেলা করা।
বিকাশমান সাইবার ঝুঁকি মোকাবেলার জন্য বিশেষভাবে ডিজাইন করা একক সাইবার বীমা পণ্যের বিকাশে বীমাকারীদের সুবিধা প্রদান।
সাইবার ইন্স্যুরেন্স পণ্যের অন্তর্ভুক্ত হতে পারে এমন সর্বাধিক সম্ভাব্য কভারেজের বিষয়ে সুপারিশ প্রদান করা।
বীমাকারীদের সর্বোত্তম অনুশীলন গ্রহণে উৎসাহিত করা এবং গ্রাহকের চাহিদার প্রেক্ষিতে অতিরিক্ত কভার প্রদানে উৎসাহিত করা।
নতুন পণ্যসহ সাইবার বীমা বাজারের উন্নতি এবং পলিসি গ্রাহকদের জন্য সুবিধা বৃদ্ধি করা।
এ ছাড়াও নন-লাইফ বীমাকারীরা যারা ইতিমধ্যেই সাইবার বিপদ থেকে রক্ষা করার জন্য ব্যক্তিদের জন্য বিশেষ কভারেজসহ কিছু সাইবার বীমা পণ্য তৈরি করেছেন এবং বর্তমানে যেসব পণ্য মূলত বাণিজ্যিক ব্যবসার ওপর দৃষ্টি নিবদ্ধ করছেন, তারা নির্দেশিকা নথিতে প্রচারিত কভারেজের উপর ভিত্তি করে পণ্যের কাঠামো পর্যালোচনা করতে পারেন। (সূত্র: টিএলসি)