নন-লাইফ বীমার লোকসান কমাতে ভারতে উপদেষ্টা কমিটি

ইন্টারন্যাশনাল ডেস্ক: নন-লাইফ বীমা খাতে ক্ষয়ক্ষতি প্রতিরোধ বা কমানোর জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে ভারতের বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএআই) । শিল্প খাতে উদ্যোগের অনুকূল পরিবেশের বিকাশ ও উন্নয়নে এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এআইআর এ খবর দিয়েছে।

ন্যাশনাল ইন্স্যুরেন্স একাডেমির ডিরেক্টরের সভাপতিত্বে উপদেষ্টা কমিটিতে জিআইসি রে, সাধারণ বীমাকারী এবং বীমা ইনস্টিটিউটের মতো বিভিন্ন সংস্থার ১৬ জন সদস্য রয়েছে কমিটিতে। আর উপদেষ্টা কমিটির মেয়াদ দুই বছর। বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএআই)’র নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

উপদেষ্টা কমিটির মধ্যে দুটি উপ-কমিটি থাকবে। একটি সম্পত্তি বীমা এবং অন্যটি মোটর বীমা সম্পর্কিত। এইসব উপ-কমিটির প্রত্যেকটিতে আটজন করে সদস্য রয়েছে।

বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএআই) ন্যাশনাল ইন্স্যুরেন্স একাডেমীতে (এনআইএ) সম্পত্তি বীমার একটি হাব গঠন এবং রিস্ক ম্যানেজমেন্ট (আইআইআরএম)-এ মোটর ইন্স্যুরেন্সের আরেকটি হাব গঠন কারার সিদ্ধান্ত নিয়েছে।