উটে ভ্রমনের জন্য বীমা চালু করেছে সৌদি আরব

ইন্টারন্যাশনাল ডেস্ক:  উট আরবভূমিতে সবচেয়ে দামি প্রাণী। উটকে বলা হয় মরুর জাহাজ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমনের জন্য উট ব্যবহার করাহয়ে থাকে।মরুর জাহাজ হিসেবে পরিচিত এই উটে ভ্রমনের সময় ঘটে যাওয়া নানা দুর্ঘটনায় ক্ষতি কাটিয়ে উঠতে প্রথম বারের মত ভ্রমন বীমা চালু করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর দিয়েছে।

সৌদি উট ক্লাব বলছে, সুইস ফাইন্যান্স হাউসের সাথে সহযোগিতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা এবং উটে তোলা বা নামানোর সময় ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য বীমা কভার করা যাবে।

উটের মালিকেরা রাজ্যে উৎসব এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের, পশুচিকিৎসা ক্লিনিক পরিদর্শন করতে, চরাঞ্চলে এবং বাজারে বা নতুন মালিকদের কাছে তাদের উট পরিবন করে। এত তারা উটের জন্য বীমা কভারেজ গ্রহন করতে পারবেন।

উট ক্লাবের নির্বাহী পরিচালক বন্দর আল কাহতানি বলেছেন, উটকে প্রভাবিত করে এমন রোগের পাশাপাশি উটের সম্পর্কিত ব্যপক বীমা কভার করার জন্য বীমা নীতির পরিধি বাড়ানো হবে। সৌদি আরবে উটের বাজারের আকার ৫০ বিলিয়ন রিয়াল (১৩.৩ বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে। এই বীমা পরিকল্পনাটি উট খাতের উন্নয়নে একটি নতুন পদক্ষেপ।