বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা পাচ্ছেন ১১৩ কোটি রুপি বীমা দাবি
ইন্টারন্যাশনাল ডেস্ক: গেলো বছরের শেষের দিকে এবং চলতি বছরের শুরুর দিকে অসময়ে বৃষ্টির কারণে ভারতের দক্ষিণবঙ্গের অনেক জেলায় আলু এবং ডালের মতো ফসল নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন এই অঞ্চলের প্রায় দেড় লাখ কৃষক।
দেশটির পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, গত ডিসেম্বর-জানুয়ারি মাসে অমৌসুমি বৃষ্টির কারণে ফসলের ক্ষতির শিকার ১ লাখ ৪৪ হাজার কৃষক বীমার ক্ষতিপূরণ হিসেবে পাবেন ১১২ কোটি ৮০ লাখ রুপি।
পিটিআই’কে তিনি আরো বলেছেন, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা উভয় জেলাতেই ফসলের ক্ষতি হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের পুনরায় ফসল বপনের জন্য উৎসাহ যুগিয়েছে বীমা।
কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এর আগে বলেছিলেন যে, রাজ্য সরকার ফসলের ক্ষতির মূল্যায়ন করছে। এ সময় তিনি কৃষকদের কীটপতঙ্গের আক্রমণ থেকে তাদের ফসল রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে, অসময়ে বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের ক্ষতিগ্রস্ত ফসলের ২০ থেকে ২৫ শতাংশ জমিতে পুনরায় ফসল বপন করা হয়েছিল।