পোষা প্রাণীর বীমার চাহিদা বেড়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক: কুকুর-বিড়ালসহ বিভিন্ন ধরণের পোষা প্রাণীর বীমার চাহিদা বেড়েছে। চার বছরের ব্যবধানে এই বীমার বাজার বেড়ে দ্বিগুণ হয়েছে। শুধু উত্তর আমেরিকাতেই পোষা প্রাণীর বীমার বাজার ২.৮৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

নর্থ আমেরিকান পেট হেলথ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (এনএপিএইচআইএ) গত ১৭ মে এমন তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি আরো জানিয়েছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ৪.৪১ মিলিয়ন পোষা প্রাণী বীমার আওতায় রয়েছে।

দ্যা হিউমেইন সোসাইটি অব দি ইউনাইটেড স্টেটস (এইচএসইউএস) এর তথ্য অনুসারে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই ১২৮ মিলিয়ন বাড়ি আছে যেগুলোতে পোষা প্রাণী আছে এবং এগুলোর মধ্যে অনেক বাড়িতে একাধিক পোষা প্রাণীও আছে।

এর অর্থ হলো- বর্তমানে উত্তর আমেরিকার পোষা প্রাণীর মোট সংখ্যার খুব ক্ষুদ্র অংশই এখন বীমার আওতায় রয়েছে। এই হিসাবে পোষা প্রাণীর এই বীমা বাজারের যাত্রা কেবল শুরু বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোষা প্রাণীর জন্য স্বাস্থ্য বীমা পলিসি ইস্যু করে এমন প্রায় ২০টি বীমা কোম্পানির দেয়া তথ্যের ভিত্তিতে নর্থ আমেরিকান পেট হেলথ ইন্স্যুরেন্স এসোসিয়েশন জানিয়েছে, ইনফোর্স গ্রস রিটেন প্রিমিয়াম (জিডব্লিউপি) নিয়মিতভাবেই বৃদ্ধি পাচ্ছে।

সংগঠনটির তথ্য মতে, ২০১৭ সালে পোষা প্রাণীর বীমা বাজারের আকার ছিল ১.০৩০ বিলিয়ন মার্কিন ডলার। যা ২১.৭ শতাংশ বেড়ে ২০১৮ সালে দাঁড়ায় ১.২৫৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ সালে যা ২৪.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১.৫৫৮ বিলিয়ন মার্কিন ডলার।

২০২০ সালে পেট ইন্স্যুরেন্সের বাজার ২০১৯ সালের চেয়ে ২৭.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে, এ সময় গ্রস প্রিমিয়ামের আকার দাঁড়ায় ১.৯৮৬ বিলিয়ন মার্কিন ডলার।

গেলো বছর পোষা প্রাণীর বীমা বাজারের আকার বেড়েছে ৩০.৪০ শতাংশ বা প্রায় এক-তৃতীয়াংশ। অর্থাৎ ২০২১ সালে পেট ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ২.৫৯১ বিলিয়ন মার্কিন ডলার।

সংগঠনটি আরো জানিয়েছে, মার্কিন নাগরিকরা তাদের পোষা বিড়ালের চেয়ে কুকুরের বীমা বেশি করেন। ২০২১ সালে সংগৃহীত পোষা প্রাণীর বীমার মোট প্রিমিয়ামের ৮৮.৪ শতাংশই এসেছে কুকুরের বীমা বাবদ।

এনএপিএইচআইএ’র তথ্য মতে, ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বীমাকৃত পোষা প্রাণীর সংখ্যা ছিল ১.৮ মিলিয়ন, যা ২০১৮ সালে ১৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ২.১৫ মিলিয়ন। ২০১৯ সালে মাকৃত পোষা প্রাণীর সংখ্যা ছিল ২.৫১ মিলিয়ন।

২০২০ সালে মার্কিন নাগরিকরা ৩.১ মিলিয়ন পোষা প্রাণীর বীমা করেন, যা আগের বছরের চেয়ে ২৩.২ শতাংশ বেশি। সবশেষ ২০২১ সালে বীমাকৃত পোষা প্রাণীর সংখ্যা ২৮.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৯৮ মিলিয়ন। (সূত্র: আইসিএলসি)