ভারত-দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচ বাতিলে ৪০০ মিলিয়ন রুপির বীমা দাবি
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত গত ১৯ জুনের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে। এই ম্যাচ বাতিলের ফলে ৪০০ থেকে ৪৫০ মিলিয়ন রুপি বীমা দাবি উত্থাপিত হতে পারে বলে ধরণা করছেন বীমা সংশ্লিষ্টরা। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
বীমা দাবি উত্থাপনের কারণগুলোর মধ্যে অন্যমত ম্যাচ বাতিল হওয়ায় স্টার ইন্ডিয়া বিজ্ঞাপন প্রদর্শন করাতে পারেনি। বীমা কোম্পানিগুলো অনুমান করছে, এই বীমা দাবির পরিমাণ ৩০০ মিলিয়ন রুপি হতে পারে।
ম্যাচের যে ওভারগুলো খেলা হয়নি সে ওভারগুলোতে বিজ্ঞাপন পদর্শন করতে না পারার জন্য পেটিএম. এমপিএল, এসিসি সিমেন্ট এবং ড্রিম-১১ সহ টুর্নামেন্টের স্পনসারদের মাধ্যমে বাকি বীমা দাবিগুলো উত্থাপন হতে পারে।
বিসিসিআই এবং কর্ণাটক স্টেট ক্রিকেট এ্যাসোসিয়েশনেরও এতে অংশীদারিত্ব রয়েছে । কারণ তারা ইভেন্ট সংগঠক ছিল। রাজ্য এ্যাসোসিয়েশন ‘ওয়ান বল বোল্ড’ কাভার নিয়েছেন বলে বোঝা যায়, যার অর্থ হলো শেষ বল করার মুহূর্তে বা সাথে সাথে বীমা কোম্পানির দায় শেষ হয়ে যায়।
তথ্য মতে, এতে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্সের নেতৃত্বে সরকারি ও কিছু বীমা কোম্পানির বীমার কাভার ছিল বলে জানা যায়।