ভারতে নন-লাইফ ও স্বাস্থ্য বীমায় প্রিমিয়াম বেড়েছে ২৪%
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারত সরকার নন-লাইফ বীমার ক্ষেত্রে বেসরকারিকরণের পথ প্রশস্ত করতে গত বছর সংসদে বিল পাশ করে। এর পর থেকে নন-লাইফ বীমায় প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি হয়েছে। যা ২০২২ সালের মে মাস পর্যন্ত প্রিমিয়াম বেড়েছে ২৪ শতাংশ বা ১৫ হাজার ৪০৪ কোটি রুপি। আনন্দবাজার এ খবর দিয়েছে।
ভারতের বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএআই)’র থেকে জানানো হয়েছে, ভারতে লাইফ বীমার ছাড়া অন্যান্য বীমা ক্ষেত্রে খরচ প্রায় ২৪ শতাংশ বেড়েছে।
২০২২ সালের মে মাসের পরিসংখ্যান বলছে, বর্ধিত প্রিমিয়ামের কারণে বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৪০৪ কোটি রুপিরও বেশি। যা ২০২১ সালের মে মাসে প্রিমিয়াম সংগ্রহ হয়েছিল প্রায় ১২ হাজার ৪২৪ কোটি রুপি।
বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএআই)’র প্রতিবেদনে বলা হয়েছে, ৩১টি নন-লাইফ বীমা কোম্পানির মধ্যে ২৫টি নন-লাইফ বীমা কোম্পানি ২০২২ সালের মে মাসে প্রায় ১৩ হাজার ৫৬৬ কোটি রুপি প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২১ সালের মে মাসে যা ছিল ১০ হাজার ৯৫৪ কোটি রুপি।
অন্য দিকে ২০২২ সালে মে মাসে পাঁচটি বেসরকারি স্বাস্থ্যবীমা কোম্পানির সংগৃহীত প্রিমিয়াম প্রায় ১ হাজার ৭০৯ কোটি রুপি। যা ২০২১ সালের মে মাসে ছিল ১ হাজার ৩৮২ কোটি রুপি। দু’টি রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা ২০২২ সালের মে মাসে ১২৯ কোটি রুপিরও বেশি প্রিমিয়াম পেয়েছে। যা ২০২১ সালে মে মাসে ছিল ৮৭ কোটি রুপি।