২০২৭ সালের মধ্যে বীমার পেনিট্রেশন দ্বিগুণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা ভারতের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ২০২৭ সালের মধ্যে বীমার পেনিট্রেশন দ্বিগুণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএআই)।

লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর জন্য আগামী ৫ বছরের বীমা পেনিট্রেশন হার বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে আইআরডিএআই। স্থানীয় সংবাদমাধ্যম জি বিজনেস এ খবর জানিয়েছে।

একইসাথে বিষয়টি নিয়মিতভাবে পর্যালোচনা করার জন্য ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে একটি কমিটি গঠনেরও প্রস্তাব করা হয়েছে।

বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএআই)’র লক্ষ্য ২০২৭ সালের মধ্যে বীমার পেনিট্রেশনের হার কমপক্ষে দ্বিগুণ করা।

এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২০২৭ সালের মধ্যে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় ২ ট্রিলিয়ন রুপি থেকে ১১ ট্রিলিয়ন রুপিতে বৃদ্ধি করতে হবে। যা জিডিপিতে বীমা খাতের অবদান বর্তমান ১ শতাংশ থেকে বৃদ্ধি করে ২.৫ শতাংশে উন্নীত করবে।

জীবন বা লাইফ বীমা খাতের বীমা পেনিট্রেশনের হার ৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬ শতাংশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই।