দাবানলের কারণে অগ্নি বীমার চাহিদা বেড়েছে আলজেরিয়ায়

ইন্টারন্যাশনাল ডেস্ক: উত্তর-পশ্চিম আফ্রিকার ভূমধ্যসাগরের তীরবর্তী রাষ্ট্র আলজেরিয়া। দেশটির নয়-দশমাংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। সম্প্রতি সময়ে দেশটিতে দাবানলের প্রভাব বৃদ্ধি পেয়েছে। এর ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ২০২১ সালে অগ্নি বীমা করার প্রবণতা রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে দেশটিতে। দেশটির জাতীয় বীমা কাউন্সিল (সিএনএ) বরাদ দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডিজাইর ডেইলি এ খবর দিয়েছে।

জাতীয় বীমা কাউন্সিল (সিএনএ)’র তথ্য মতে, ২০২২ সালে প্রথম ত্রৈমাসিকে অগ্নি বীমায় ১.৬১ বিলিয়ন আলজেরিয় দিনার বা ১১.৪ মিলিয়ন মার্কিন ডলার প্রিমিয়াম সংগ্রহ করেছে। যা ২০২১ সালের এই সময়ের তুলনায় ১৭.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সাথে গত বছরের তুলনায় জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ১৬.৫ শতাংশ নতুন পলিসি বিক্রির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বস্তুত, দেশটিতে আগস্টের শুরু থেকে উত্তর অঞ্চলের বনাঞ্চলে দাবানলের প্রভাবে ধ্বংস হচ্ছে। এর ফলে উল্লেখযোগ্য হারে সম্পদের ক্ষয়ক্ষতি ও বেশ কিছু প্রাণহানির ঘটনাও ঘটছে।

ক্যাসে ন্যাশনাল ডি মিউচুয়ালিট এগ্রিকোল (সিএনএমএ)’র ডিরেক্টর জেনারেল মি. শেরিফ বেনহাবিলস বলেন, কৃষকদের কাছ থেকে বীমার চাহিদা উল্লেখযোগ্য শতাংশ বৃদ্ধি পেয়েছে। বীমা কভারেজ বর্তমানে জাতীয় পর্যায়ে ২৬ শতাংশ ছাড়িয়েছে। যেখানে কয়েক বছর আগে এটি প্রায় ১৫ শতাংশ ছিল।

মি. বেনহাবিলস আরো বলেন, গত বছর আগুনে ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।