দক্ষিণ কোরিয়ায় ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে স্যামসাং ইন্স্যুরেন্স
ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় অবাসন ও অবকাঠামো খাতে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে স্যামসাং গ্রুপের প্রতিষ্ঠান স্যামসাং লাইফ ইন্স্যুরেন্স ও স্যামসাং ফায়ার এন্ড মেরিন ইন্স্যুরেন্স কোম্পানি। স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে৷
অবাসন ও অবকাঠামো খাতে বিনিয়োগের লক্ষ্যে ইউএস এ্যাস্টে ম্যানেজমেন্টের সাথে চুক্তি করেছে স্যামসাং গ্রুপের বীমা কোম্পানি স্যামসাং লাইফ ইন্স্যুরেন্স ও স্যামসাং ফায়ার এন্ড মেরিন ইন্স্যুরেন্স।
সাম্প্রতিক বছরগুলোতে স্যামসাং গ্রুপের কোম্পানিগুলোকে বিশ্বব্যাপী বিনিয়োগের জন্য চাপ দিচ্ছে স্যামসাং। স্যামসাং লাইফ ইন্স্যুরেন্স ব্রিটিশ প্রোপাটি জায়ান্ট স্যাভিলসের অবাসন ও অবকাঠামো খাতের ২৫ শতাংশ শেয়ার কিনেছে এরই মধ্যে।
একই ভাবে স্যামসাং ফায়ার এন্ড মেরিন ইন্স্যুরেন্স ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে ব্রিটিশ পুনর্বীমাকোম্পানি ক্যানোপিয়াস এজি’র ১৯ শতাংশ শেয়ার কিনেছে।
স্যামসাং লাইফ ইন্স্যুরেন্স হল দক্ষিণ কোরিয়ার বৃহত্তম লাইফ বীমা কোম্পানি এবং স্যামসাং ফায়ার এন্ড মেরিন ইন্স্যুরেন্স হল দেশের বৃহত্তম নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি৷