বীমার আওতায় নিউজিল্যান্ডের ৪৩% মোবাইল ফোন

ইন্টারন্যাশনাল ডেস্ক: নিউজিল্যান্ডে মোবাইল ফোন ব্যবহারকারীদের ৪৩ শতাংশ মোবাইল ফোন বীমার আওতায় রয়েছে। এসব মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়ার ফলে প্রতি বছর গড়ে ১৩.৫ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার বা ৭.৬ মার্কিন ডলার ক্ষতি হয়।

দেশটির বৃহত্তম সাধারণ বীমা কোম্পানি স্টেট ইন্স্যুরেন্সের একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৯ সালে ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ৩৫ হাজার ৮৯৯টি বীমা দাবির উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের মানুষ ১ হাজার থেকে ১ হাজার ৬শ' নিউজিল্যান্ড ডলার মূল্যের মোবাইল ফোন ব্যবহার করে থাকে। গবেষণায় দেখা গেছে, বীমাকৃত ৪৩ শতাংশ মোবাইলের মধ্যে ৩৫ শতাংশ দুইবার এবং ৪ শতাংশ মোবাইল ফোন তিনবার মেরামত করেছেন এসব মোবাইল ফোনের ব্যবহারকারীরা।

নিউজিল্যান্ডের ১৮ থেকে ২৪ বছর বয়সী মোবাইল ফোন ব্যবহারকারীর ৬২ শতাংশ ফোন ক্ষতি বা চুরির কারণে ফোন মেরামত বা নতুন ফোন ক্রয় করতে হয়েছে। দেশটির মোট জনসংখ্যার ৪২ শতাংশ মানুষকেও একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

গবেষণা প্রতিবেদনটিতে দেখা গেছে, মোবাইল ফোন ব্যবহারকারীর বয়স যত কম তার ফোন হারানো বা নষ্ট হওয়ার সম্ভাবনা ততো বেশি। অন্যদিকে মোবাইল ফোন ব্যবহারকারীর বয়স যত বেশি তার ফোন হারানো বা নষ্ট হওয়ার সম্ভাবনা ততোটাই কম।

প্রতিবেদনের তথ্য অনুসারে, ক্ষতিগ্রস্ত বা চুরির কারণে ৭০ বছরের বেশি মানুষদের মাত্র ২৪ শতাংশ মোবাইল ফোন মেরামত বা ক্রয় করতে হয়েছে। এ ছাড়াও ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ৬২ শতাংশ, ২৫ থেকে ৩৪ বছর বয়সে ৫৬ শতাংশ, ৩৫ থেকে ৪৪ বছর বয়সে ৪৬ শতাংশ, ৪৫ থেকে ৫৪ বছর বয়সে ৩৮ শতাংশ, ৫৫ থেকে ৬৪ বছর বয়সে ৩২ শতাংশ এবং ৬৫ থেকে ৬৯ বছর বয়সে ৩০ শতাংশ ফোন মেরামত বা নতুন ফোন ক্রয় করা হয়েছে।