আরেক বীমা কোম্পানির অনুমোদন দিল মিশর

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিশরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য নতুন বীমা কোম্পানি মিসর তাকাফুল ইন্স্যুরেন্স-হায়াতকে অনুমোদন দিয়েছে দেশটির ফিন্যান্সিয়াল রেগুলেটরি অথরিটি (এফআরএ) । স্থানীয় সংবাদমাধ্যম জাওয়া এ খবর দিয়েছে।

মিশরের বীমা খাতে অনুমোদ পাওয়া নতুন এই কোম্পানি ১৫০ মিলিয়ন মিশরিয় পাউন্ড বা ৬.১ মিলিয়ন মার্কিন ডলার মূলধনের সমন্বয়ে গঠিত। কোম্পানিটি বিশেষ করে তাকাফুল বীমা নিয়ে কাজ করবে।

মিসর তাকাফুল ইন্স্যুরেন্স-হায়াত যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত কোম্পানি। নতুন এই কোম্পানির মালিকানায় রয়েছে- মিসর ইন্স্যুরেন্স হোল্ডিং কোম্পানি (এমআইএইচসি), মিসর লাইফ ইন্স্যুরেন্স, মিসর ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক অফ মিশর (এনবিই) এবং ব্যাংক মিসর।

নতুন এই কোম্পানিটির লক্ষ্য হচ্ছে- আগামী পাঁচ বছরে ১.৫ বিলিয়ন মিশরীয় পাউন্ড প্রিমিয়াম অর্জন করা, শেয়ারহোল্ডারদের অভিজ্ঞতা এবং শক্তিকে কাজে লাগিয়ে তাকাফুল বাজারে একটি স্বতন্ত্র প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করার পরিকল্পনা রয়েছে।

একই সাথে গ্রাহকদের চাহিদা পূরণ করা, স্থানীয় বীমা বাজারে নতুন নতুন পণ্য ও পরিষেবা প্রদান এবং বিশেষ করে শরিয়া-সম্মত বীমা পণ্যের উপর কাজ করা। সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবনী, বৈচিত্র্যময় প্যাকেজ অফার করার পরিকল্পনা করেছে কোম্পানিটি।

মিসর তাকাফুল ইন্স্যুরেন্স-হায়াত অনুমোদনের আগে মিশরে ১৫ টি লাইফ ও ২৫ টি নন-লাইফ বীমা কোম্পানি ব্যবসা পরিচালনা করে আসছিল। এর মধ্যে ৪ টি তাকাফুল কোম্পানি রয়েছে লাইফ বীমা খাতে এবং নন-লাইফ খতে রয়েছে ৫ টি।