বীমা কোম্পানিতে একচ্যুয়ারি নিয়োগ বাধ্যতামূলক করল ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমা কোম্পানিতে একচ্যুয়ারি নিয়োগ বাধ্যতামূলক করেছে ভারত। দেশটির বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই গত ১০ জানুয়ারি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর বা এর আগেই লাইফ বীমা কোম্পানিতে নিযুক্ত একচ্যুয়ারির পাশাপাশি কমপক্ষে দু’জন অতিরিক্ত একচ্যুয়ারি নিয়োগ করতে হবে।

অন্যদিকে নন-লাইফ, স্বতন্ত্র স্বাস্থ্যবীমা ও পুনর্বীমা কোম্পানিতে নিযুক্ত একচ্যুয়ারি ছাড়াও কমপক্ষে একজন অতিরিক্ত একচ্যুয়ারি নিয়োগ দিতে হবে।

বীমা পরিকল্পের মূল্য নির্ধারণ ও মূল্যায়নের উদ্দেশ্যে এসব একচ্যুয়ারি নিয়োগ দিতে বলা হয়েছে সার্কুলারে।

তবে নতুন বীমা বা পুনর্বীমা কোম্পানিকে নিবন্ধন সনদ ইস্যু করার পর থেকে পরবর্তী দু’ বছরের জন্য এই বাধ্যবাধকতা থেকে রেহাই দেয়া হয়েছে।

২০২৩ সালের ১০ জানুয়ারি থেকে সার্কুলারটি কার্যকর হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এআইআর খবরটি প্রকাশ করেছে।

উল্লেখ্য, ভারতে মোট ৫৭টি বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ২৪টি লাইফ বীমা কোম্পানি এবং বাকী ৩৩টি নন-লাইফ বীমা কোম্পানি। দেশটিতে সরকারি খাতের বীমা কোম্পানির সংখ্যা ৭টি।