বীমা প্রতারণা:

মার্কিন বীমা কর্মীর ৫ বছর  কারাদণ্ড, জরিমানা

ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমা প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রের একজন সাবেক এজেন্টকে ৫ বছরের কারাদণ্ড ও ৪৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তের নাম ডারমেইন ক্লার্ক। তিনি টেক্সাসের শিল্পাঞ্চলীয় শহর সান অন্তোনিও'র বাসিন্দা। টেক্সাস ডিপার্টমেন্ট অব ইন্স্যুরেন্স (টিডিআই) এ তথ্য প্রকাশ করেছে।

টিডিআই'র তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান আন্তোনিও এলাকায় ডজন ডজন মানুষের চুরি করা পরিচয় ব্যবহার করে তাদের অজান্তে প্রতারণামূলক লাইফ ইন্স্যুরেন্স পলিসি করতেন ডারমেইন ক্লার্ক। তিনি বীমা কোম্পানি থেকে কমিশন সংগ্রহ করার জন্য প্রাথমিক প্রিমিয়াম প্রদান করতে হবে।

তদন্তকারীরা বলছেন, ২০০৯ সালের শেষের দিকে ৪৯ বারের বেশি প্রতারণার চেষ্টার করেছেন ক্লার্ক। এসময় তিনি ৩২ হাজার মার্কিন ডলারের বেশি কমিশন চুরি করেন। ক্লার্কের লাইফ ইন্স্যুরেন্স আবেদনগুলোর মধ্যে একটি ছিল একজন নারীর জন্য। ক্লার্কের আবেদনের ৩ মাস আগেই মৃত্যুবরণ করেন ওই নারী।

টিডিআই ফ্রড ডাইরেক্টর ক্রিস ডেভিস বলেন, এই ধরনের বিবেকবর্জিত অপরাধ সমগ্র বীমা ব্যবস্থার উপর কালিমা লেপন করে। মানুষের সবচেয়ে ব্যক্তিগত তথ্য জানার সুযোগ নিয়ে যখন একজন এজেন্ট এই পদ্ধতি নিয়ে খেলার চেষ্টা করে তখন শাস্তিই তার পরিণতি।

তদন্তের সময় ক্লার্কের শুধুমাত্র বীমা প্রতারণার অপরাধই প্রকাশ হয়নি। দণ্ডাদেশ দেয়ার সময় টিডিআই প্রসিকিউটর নিকোল থর্নব্রো আদালতকে জানান, ক্লার্ক যখন বীমা প্রতারণার জন্য তদন্তের অধীনে ছিল তখন তদন্তকারীরা তার পরিচালিত একটি সান আন্তোনিও রেস্টুরেন্ট থেকে লাভ চুরির ঘটনাও প্রকাশ পায়।

আদেশের একটি অংশে রেস্টুরেন্ট মালিকদেরকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়। টিডিআই তদন্তকারীরা হচ্ছেন সার্টিফাইড পিস কমকর্তা। বীমা জালিয়াতি মামলা তদন্ত করার জন্য তারা রাজ্যজুড়ে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। (সূত্র: ইন্স্যুরেন্স জার্নাল)