বিশ্বসেরা ব্র্যান্ডের তালিকায় ১৮ ধাপ এগিয়েছে মেটলাইফ
জহুরুল ইসলাম: বিশ্বসেরা ব্র্যান্ডের তালিকায় ১৮ ধাপ এগিয়েছে মার্কিন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ। ২০২৪ সালের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী ৫শ ব্র্যান্ডের তালিকায় কোম্পানিটি ১৬৬তম স্থানে উঠে এসেছে। বিশ্বসেরা ব্র্যান্ড ভ্যালুয়েশন কনসালটেন্সি ‘ব্র্যান্ড ফাইন্যান্স’ এই তালিকা প্রকাশ করেছে।
প্রতিবছর নানান মাপকাঠিতে বিচার-বিশ্লেষণ করে সার্বিকভাবে মূল্যবান ও শক্তিশালী ব্র্যান্ডের এই তালিকা প্রকাশ করে ব্র্যান্ড ফাইন্যান্স। এই তালিকা তৈরিতে এবছর বিশ্বের ৩৮টি দেশের ৪১টি খাতের মধ্য থেকে ৫ হাজারের বেশি ব্র্যান্ডের ওপর দেড় লাখ গ্রাহকের রেটিং সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী ৫শ ব্র্যান্ডের এই তালিকায় এ বছর বিভিন্ন দেশের ২৮টি বীমা কোম্পানি স্থান পেয়েছে। এক্ষেত্রে বীমা খাতের শীর্ষে রয়েছে জার্মান ভিত্তিক বীমা প্রতিষ্ঠান আলিয়াঞ্জ গ্রুপ, যার অবস্থান ২৮তম। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান পিং অ্যান, কোম্পানিটির অবস্থান ৩১তম।
এ ছাড়াও তালিকার ১০৯তম স্থানে রয়েছে চাইনিজ বীমা প্রতিষ্ঠান চায়না লাইফ। ১১৮তম অবস্থানে রয়েছে ফ্রান্সের এএক্সএ। চীনের সিপিআইসি রয়েছে ১২৬তম স্থানে। যুক্তরাষ্ট্রের জিইআইসিও রয়েছে ১৩৯তম স্থানে। চীনের পিআইসিসি রয়েছে ১৬০তম স্থানে। চীনের এআইএ রয়েছে ১৬১তম স্থানে।
এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের বীমা প্রতিষ্ঠান মেটলাইফ তালিকার ১৬৬তম স্থানে উঠে এসেছে। এর আগে ২০২৩ সালের ব্র্যান্ড ফাইন্যান্সের বিশ্বসেরা ৫শ’ ব্র্যান্ডের তালিকায় মেটলাইফের অবস্থান ছিল ১৮৪তম। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর ১৮ধাপ এগিয়ে রয়েছে মেটলাইফ।
১৫৬ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী প্রায় ৫০টি দেশে কাজ করে যাচ্ছে মেটলাইফ । ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই বীমা কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। সারা বিশ্বে প্রায় ১০০ মিলিয়ন গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে মেটলাইফ।
বাংলাদেশেও মেটলাইফের ৬৫ বছরের বেশি সময়ের গৌরবময় ইতিহাস রয়েছে। ১৯৫২ সাল থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রায় ১ মিলিয়ন গ্রাহককে বীমা সেবা দিয়ে আসছে। প্রায় ১৬ হাজার ফাইন্যান্সিয়াল এসোসিয়েট, ৬৫টি ইউনিট অফিস, ২৩২টি এজেন্সির মাধ্যমে এই সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।
বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী ৫শ ব্র্যান্ডের তালিকায় এবছর ১০১ থেকে ২০০ পর্যন্ত বীমা খাতের ১৩টি কোম্পানি স্থান পেয়েছে। এ ছাড়াও ২০১ থেকে ৩০০ এর মধ্যে ৫টি; ৩০১ থেকে ৪০০ এর মধ্যে ৩টি এবং ৪০১ থেকে ৫০০ পর্যন্ত ৫টি বীমা কোম্পানি স্থান পেয়েছে ব্র্যান্ড ভ্যালু র্যাংকিংয়ে।
ব্র্যান্ড ফাইন্যান্সের এই র্যাংকিংয়ে ৪১টি খাতের মধ্যে শীর্ষ স্থানীয় ৯টি খাতের মোট ভ্যালু দেখানো হয়েছে ৭৪.৬৭ শতাংশ। আর বাকি ৩২টি খাতের মোট ভ্যালু ২৫.৩৩ শতাংশ। এর মধ্যে বীমা খাতের ব্র্যান্ড ভেলু ৪.১২ শতাংশ।
এবছর ব্র্যান্ড ভ্যালু র্যাংকিংয়ে বীমা খাতের ২৮টি কোম্পানির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮টি, চীনের ৭টি, জাপানের ২টি, জার্মানির ২টি, ইতালীর ২টি, সুইজারল্যান্ডের ২টি, কানাডার ২টি, যুক্তরাজ্যের ১টি, ফ্রান্সের ১টি এবং ভারতের ১টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।