ডিজিটাল রূপান্তরে বরাদ্দ ৬ বিলিয়ন রুপি

দুই বছরের মধ্যে সম্পূর্ণ কাগজবিহীন কোম্পানি হবে ভারতের এলআইসি

ইন্টারন্যাশনাল ডেস্ক: সম্পূর্ণ পেপারলেস বা কাগজবিহীন কোম্পানিতে পরিণত হওয়ার উদ্যোগ নিয়েছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা প্রতিষ্ঠান এলআইসি।

এই ডিজিটাল রূপান্তর যাত্রায় প্রতিষ্ঠানটির ৭২ মিলিয়ন মার্কিন ডলার তথা ৬ বিলিয়ন ইন্ডিয়ান রুপি খরচ হতে পারে।

আগামী দুই বছরের মধ্যে এই উদ্যোগ সম্পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া (এলআইসি)’র প্রধান ঝুঁকি কর্মকর্তা সুন্দর কৃষ্ণান।

সরকারি খাতের উদ্যোগ সম্পর্কে সংবাদ প্রকাশ করা ওয়েবসাইট ‘পিএসইউ কানেক্ট’ সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন।

লাইফ বীমা কোম্পানির ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম- ডিজিটাল ইনোভেশন এবং ভ্যালু এনহ্যান্সমেন্ট (ডিআইভিই) এর আওতায় এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো- গ্রাহক, মাঠকর্মী, অংশীদার এবং কর্মচারীদের উচ্চতর বা উন্নত অভিজ্ঞতা প্রদানের জন্য বীমা কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্মকে শক্তিশালী করা।

উল্লেখ্য, লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া হচ্ছে ভারতের সরকারি খাতের বৃহত্তম বহুজাতিক লাইফ বীমা প্রতিষ্ঠান। ১৯৫৬ সালে ব্যবসা শুরু করা এই প্রতিষ্ঠানের সদর দফতর মুম্বাই।

২০২৪ সালের মার্চ পর্যন্ত এলআইসির নিয়ন্ত্রণাধীন মোট সম্পদের পরিমাণ ৫২.৫২ ট্রিলিয়ন রুপি। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৯৮ হাজার ৬৬১ জন।