ভারতের স্বাস্থ্য বীমা খাতে বছরে ১২.৮% প্রবৃদ্ধির আভাস

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের স্বাস্থ্য বীমা খাতে চলতি বছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছে তথ্য ও বিশ্লেষণ সংস্থা গ্লোবালডাটা। সংস্থাটি বলছে, ২০২৮ সালের মধ্যে দেশটির স্বাস্থ্য বীমা খাত বছরে গড়ে (সিএজিআর) ১২.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

এর মধ্যে ২০২৪ সালে খাতটিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম সংগ্রহ চলতি বছরের ১৫.১ বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২৮ সাল নাগাদ ২৩.৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হতে পারে।

গ্লোবালডাটার তথ্য অনুসারে, ভারতীয় বীমা বাজারে স্বাস্থ্য বীমার অংশ ২০১৯ সালে ৬.৯ শতাংশ থেকে বেড়ে ২০২৩ সালে ৯.৫ শতাংশ হয়েছে, যা ২০২৮ সালের মধ্যে ১১.০ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

গ্লোবালডাটার বীমা বিশ্লেষক শ্রীমতী স্নেহা ভার্মা বলেন, কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে ভারতীয় স্বাস্থ্য বীমা খাত চিত্তাকর্ষক বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে খাতটি ১৭.৮% বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবার জন্য পকেটের ব্যয় বৃদ্ধি, জীবনযাত্রার রোগের ক্রমবর্ধমান ঝুঁকির কারণে স্বাস্থ্য বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের কারণে বীমায় প্রবেশযোগ্যতা সহজ করার কারণে এই প্রবৃদ্ধি দেখা দিয়েছে। ২০২৪ ও ২০২৫ সালেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।