বীমা করে দিল ১ হাজার রিক্সাওয়ালাকে
নিজস্ব প্রতিবেদক: রিক্সাওয়ালা গনি মিয়া এর আগে কখনো বীমা করেননি। বীমার সুবিধা সম্পর্কে তিনি জানেন না। তবে আজ বুধবার থেকে তিনি আগামী এক বছরের জন্য বীমা কৃত। গনি মিয়ার বাড়ি নেত্রকোনা। দুর্ঘটনায় গনি মিয়া মারা গেলে বীমা কোম্পানি তাকে ক্ষতিপূরণ দিবে ১ লাখ টাকা। চোখের ক্ষতি হলে পাবে ৫০ হাজার টাকা, হাত বা পা পঙ্গু হলে তিনি পাবেন ৫০ হাজার টাকা।
আজ স্বাধীনতা দিবস উপলক্ষে এক হাজার রিক্সাওয়ালার হাতে বিনামূল্যে বীমার দলিল তুলে দেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মো.শফিকুর রহমান পাটোয়ারী। রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে রিক্সাচালকদের হাতে বীমা পলিসির দলিল তুলে দেয়া হয়।
আইডিআরএ'র চেয়ারম্যান সদস্যসহ সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতনের টাকা দিয়ে রিক্সাচালকদের বীমার প্রিমিয়াম পরিশোধ করা হয়। রিক্সাওয়ালাদের এ বীমা করা হয় বেসরকারি বীমা কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে।
এ সময়ে আইডিআরএ চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী বলেন, রিক্সাওয়ালা যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। তাই তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে বীমার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার জন্যই আমাদের এ উদ্যোগ। বীমা সবার জন্যই প্রয়োজন। দেশের মানুষকে আর্থিক নিরাপত্তা দেয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে বীমা ভূমিকা খুবই গুরত্বপূর্ণ। আমরা চাই বীমার উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে।
আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস বলেন, আমরা কেউ চাই না কেনো ব্যক্তি দুর্ঘটনায় মারা যাক। এটা আমাদের কাম্য না। তবে কেউ যদি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে দাঁড়ানোর জন্যই আজকে আমাদের এ উদ্যোগ। আমরা চাই বীমার উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হবে। বীমা সুবিধা গ্রহণ করবে।
আইডিআরএ'র সদস্য বোরহান উদ্দিন আহমেদ বলেন, বীমা মানুষের জীবনের জন্য সম্পদের জন্য খুবই গুরত্বপূর্ণ। বীমার গুরত্ব যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এ জন্যই আমাদের আজকের এ উদ্যোগ।