বীমা খাতের তহবিল ব্যবস্থাপনায় প্রবিধানমালা করছে আইডিআরএ, মতামত আহবান

নিজস্ব প্রতিবেদক: দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর তহবলি ব্যবস্থাপনার জন্য একটি নতুন প্রবিধানমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এরইমধ্যে প্রবিধানমালার খসড়া প্রণয়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের কাছ থেকে সুচিন্তিত ও সুস্পষ্ট মতামত বা প্রস্তাবনা আহবান করেছে কর্তৃপক্ষ।

নতুন এই প্রবিধানমালার উদ্দেশ্য হলো কোম্পানির শেয়ারহোল্ডারদের টাকা এবং বীমা গ্রাহকদের পলিসির বিপরীতে জমা হওয়া টাকা সম্পূর্ণ আলাদা দুটি অ্যাকাউন্টে রাখা ও পরিচালনা করা। এর ফলে গ্রাহকের টাকা সুরক্ষিত থাকবে এবং শেয়ারহোল্ডারদের ব্যবসায়িক ঝুঁকি থেকে গ্রাহকের তহবিল নিরাপদ থাকবে, যা বীমা খাতে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধি করবে। 

গত ২৬ জানুয়ারি আইডিআরএ’র ইস্যুকৃত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, এরইমধ্যে নতুন এই প্রবিধানমালার খসড়া প্রণয়নের লক্ষ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষের গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

মতামত পাঠানোর বিষয়ে আইডিআরএ জানিয়েছে, আগ্রহীরা আগামী ৫ দিনের মধ্যে সফট কপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকস ফন্টে) এবং হার্ডকপি (পিডিএফ) আকারে মতামত জমা দিতে পারবেন। মতামত পাঠাতে হবে আইডিআরএ’র নির্ধারিত দুটি ই-মেইলে ([email protected] এবং [email protected]) ।

সংস্থাটি আরও জানিয়েছে, উল্লেখিত দুটি ই-মেইল ব্যতীত সরাসরি হার্ডকপি গ্রহণযোগ্য নয়। আবার নির্ধারিত সময়ের মধ্যে মতামত না পাওয়া গেলে তা আপত্তি বা মতামত নেই হিসেবে বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন আইডিআরএ’র উপসচিব ও পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ।