বীমা বিষয়ক বই ফান্ডামেন্টালস অব ইন্স্যুরেন্স'র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথম বারের মত আনুষ্ঠানিকভাবে বীমা বিষয়ক কোনো বইয়ে মোড়ক উন্মোচন হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল্লাহ ফারুক মিলনায়তনে আজ বিকেলে ‘ফান্ডামেন্টালস অব ইন্স্যুরেন্স’ বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মো. আখতারুজ্জামান, অর্থসচিব ইউনুসুর রহমান, সাবেক ভাইস-চ্যান্সেলর একে আজাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, প্রো-ভিসি ড. মুহাম্মদ সামাদ, ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন একচ্যুয়ারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশন (বিআইএ)'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ও আনিস-উদ-দৌলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ফিন্যান্স ডিপার্টমেন্টের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং ইন্স্যুরেন্স কনসালটেন্ট বিডি'র পরিচালক একেএম এহসানুল হক এফসিআইআই বইটির যৌথ লেখক। বইটি প্রকাশ করেন প্রকাশক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বীমা বিষয়ক বইয়ের আমাদের দেশে অভাব রয়েছে। এই বইটি সে অভাব দূর করবে। যে কোন খাতের উন্নয়নের জন্য প্রয়োজন সে খাতে শিক্ষিত জনশক্তি তৈরি করা। দেশের বীমা খাতের উন্নয়নে ফান্ডামেন্টাল অব ইন্স্যুরেন্স বইটি গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বইটি আঠারো অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের আলোচনাই খুবই গুরুত্বপূর্ণ। বইটির আরো একটি বৈশিষ্ট হল, এ বইটিতে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় বর্ণনা দেয়া হয়েছে, যা সব ধরণের পাঠকের পড়ার উপযোগী। আমাদের কাছে বীমা বিষয়ক অনেক বিদেশি বই রয়েছে। তবে তা সবই ইংরেজিতে। ফলে আমাদের যারা সাধারণ পাঠক তাদের জন্য সমস্যা হয়।

বইটি প্রকাশের উদ্যোগ নেয়ার জন্য এ সময়ে তিনি ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম ও একেএম এহসানুল হককে ধন্যবাদ জানান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর একে আজাদ বলেন, আমাদের দেশে বীমার খুব প্রসার হয়নি। এর কারণ সরকার এ খাতের গুরুত্ব দেয়নি। আজকে যে বইটির মোড়ক উন্মোচন করা হল তা বীমা সম্পর্কে সঠিক ধারণা সৃষ্টি  করবে।