বিশেষ নিরীক্ষা প্রবিধানমালা চূড়ান্ত করতে মতামত চেয়েছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: বিশেষ নিরীক্ষা প্রবিধানমালার খসড়া চূড়ান্ত করতে মতামত চেয়েছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়নন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । মতামত পাঠানোর জন্য ৭ কার্যদিবস সময় দিয়ে গত ৫ জুন খসড়া প্রবিধানটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
বিশেষ নিরীক্ষার কার্যপরিধিতে বলা হয়েছে, বীমা আইন, ২০১০ এর ২৯ ধারায় কর্তৃপক্ষ কর্তৃক প্রবিধি- ৪ মোতাবেক নিয়োগকৃত এক বা একাধিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সময় সময় বিশেষ নিরীক্ষা কাজ করাতে পারবে। বিশেষ নিরীক্ষক নির্ধারিত ২০টি বিষয়ে নিরীক্ষা পূর্বক কর্তৃপক্ষের নিকট পর্যবেক্ষণ ও সুপারিশসহ প্রতিবেদন পেশ করবে।
নিরীক্ষার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে- অগ্নি, নৌ এবং বিবিধ বীমা ব্যবসা সংক্রান্ত বকেয়া মোট প্রিমিয়ামের পরিমাণ এজেন্টদের স্থিতিসহ, যদি থাকে, কর্তৃপক্ষের নিকট ঘোষণা সংক্রান্ত বিষয়ে এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তা আদায় সংক্রান্ত বিষয়; নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি বাতিল কিংবা তার শর্তাবলীতে কোন পরিবর্তন হলে বীমা গ্রহীতার পাওনা ফেরৎযোগ্য প্রিমিয়ামের অর্থ ক্রসড অর্ডার চেকে বা মানি অর্ডারের মাধ্যমে সরাসরি বীমা গ্রহীতাকে পরিশোধ বিষয়ে।
এ ছাড়াও বিদেশে পুনর্বীমা স্বার্থ সংশ্লিষ্ট; মূলধন ও শেয়ার ধারণ সম্পর্কিত শর্ত পূরণ; বিদেশি উদ্যোক্তা শেয়ার ধারণ; জামানত সংরক্ষণ; পলিসি ও দাবির রেজিস্ট্রার সংরক্ষণসহ বীমা দাবি উত্থাপন, নিষ্পন্ন ও অনিষ্পন্ন; বীমাকারীর সম্পদ বিনিয়োগ ও সংরক্ষণ; সলভেন্সি মার্জিন শর্তাবলী পূরণ ও সংরক্ষণ; ঋণ, অগ্রিম ও আর্থিক সুবিধা বিধি নিষেধ; বীমাকারীর কমিশন ব্যয়ের সীমিতকরণ; পারিশ্রমিক প্রদানের যৌক্তিকতা যাচাই; পরিচালনা পর্ষদ গঠন ও কার্যক্রম পর্যবেক্ষণ; বীমা কারীর লভ্যাংশ, বোনাস প্রদানে বিধি নিষেধ; লাইফ বীমা ব্যবসায় বীমা গ্রহীতাদের মধ্যে মুনাফা বণ্টন; কর্তৃপক্ষ কর্তৃক বীমাকারীর নির্দিষ্টকৃত অন্য কোন বিষয়ে বিশেষ নিরীক্ষা।
খসড়া প্রবিধানে বিশেষ নিরীক্ষকের নিয়োগ বিষয়ে ৮টি সুনির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে নিরীক্ষকের পারিশ্রমিকের বিষয়টিও নির্ধারণ করা হয়েছে। বিশেষ নিরীক্ষকের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা।