লাইফ বীমায় ২০১৭ সালে প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি ৮.২৯%
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি-বেসরকারি লাইফ বীমাখাতে ২০১৭ সালে প্রিমিয়াম সংগ্রহে ৮.২৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এরআগে ২০১৬ সালে এই প্রবৃদ্ধির হার ছিল ৩.৪৯ শতাংশ। ২০১৬ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৭ হাজার ৫৮৬ কোটি ২০ লাখ টাকা। যা ২০১৭ সালে ৬২৯ কোটি ২০ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ কোটি ৪০ লাখ টাকা।
অর্থাৎ আগের বছরের চেয়ে এবার ৪.৮ শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে লাইফ বীমাখাতে। সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষায় এসব তথ্য প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন (জেবিসি) এবং ৩১টি বেসরকারি লাইফ বীমা কোম্পানির হিসাব এখানে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালে সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ৮ হাজার ২১৫ কোটি ৪০ লাখ টাকা। এরমধ্যে সরকারি জীবন বীমা করপোরেশনের অংশ ৫.৬৪ শতাংশ, যা টাকার অংকে ৪৬৩ কোটি ২৫ লাখ টাকা। আর বাকী ৭ হাজার ৭৫২ কোটি ১৫ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে ৩১টি বেসরকারি লাইফ বীমা কোম্পানি, যা ৯৪.৩৬ শতাংশ।
এরআগে ২০১৬ সালে সংগৃহীত মোট ৭ হাজার ৫৮৬ কোটি ২০ লাখ টাকা প্রিমিয়ামের মধ্যে সরকারি জীবন বীমা করপোরেশনের অংশ ছিল ৫.৪২ শতাংশ, অর্থাৎ ৪১০ কোটি ৮৫ লাখ টাকা। আর বেসরকারি লাইফ বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম সংগ্রহ ছিল ৭ হাজার ১৭৫ কোটি ৩৫ লাখ টাকা, যা ৯৪.৫৮ শতাংশ।
২০১৭ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি দেখিয়েছে ১২.৭৫ শতাংশ। এরআগে ২০১৬ সালে এই প্রবৃদ্ধির পরিমাণ ছিল ২.৩৩ শতাংশ। সে হিসাবে গত বছর জীবন বীমা করপোরেশন ১০.৪২ শতাংশ বেশি প্রবৃদ্ধি করেছে।
অন্যদিকে ৩১টি বেসরকারি লাইফ বীমা কোম্পানি ২০১৭ সালে প্রবৃদ্ধি করেছে ৮.০৪ শতাংশ। যা আগের বছর ২০১৬ সালে ছিল ৩.৫৪ শতাংশ। সে হিসাবে গত বছর বেসরকারি লাইফ বীমা কোম্পানিগুলো ৪.৫ শতাংশ বেশি প্রবৃদ্ধি করেছে।