২ সার্ভেয়ারের সনদ বাতিলের সিদ্ধান্ত আইডিআরএ’র
নিজস্ব প্রতিবেদক: জরিপ প্রতিবেদনে মিথ্যা তথ্য দেয়ায় জরিপকারী প্রতিষ্ঠান মেসার্স বাল্টিক কন্ট্রোল (বিডি) লিমিটেড এবং দি ইঞ্জিনিয়ার্স ইন্সপেকশন এর লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ১৬ মে ২০১৮ তারিখের শুনানীতে এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। একই সাথে বীমা কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে ২৪ কোটি ৪৬ লাখ ৬ হাজার ৯শ' চুয়াল্লিশ কোটি টাকার বীমা দাবি পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। রিভিউ খারিজ আদেশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে দাবি পরিশোধে ব্যর্থ হলে বীমা আইন ২০১০ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বীমাখাতের এ নিয়ন্ত্রক সংস্থা। গত ৬ জুন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে দেয়া চিঠি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, বীমা গ্রহীতা খুলনার দিঘলিয়ার জুট টেক্সটাইল মিলস লিমিটেড'র ১ নং ইউনিটটি আগুনে পুরে ২০১৬ সালের ৪ মে। এই জুট মিলের বীমা করা ছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডে। প্রথম জরিপকারী মেসার্স বাল্টিক কন্ট্রোল (বিডি) লিমিটেড এবং দি ইঞ্জিনিয়ার্স ইন্সপেকশন তাদের জরিপ প্রতিবেদনে ১২ কোটি ৯৯ লাখ টাকার দাবি পরিশোধযোগ্য বলে উল্লেখ করে।
কিন্তু ওই জরিপ প্রতিবেদন প্রত্যাখান করে ন্যায্য বীমা দাবি আদায়ে আইডিআরএ'র কাছে আবেদন করে জুট টেক্সটাইল মিলস। এরই পরিপ্রেক্ষিতে ২য় সার্ভেয়ার নিয়োগ করে আইডিআরএ। ২য় সার্ভেয়ার হিসেবে নিয়োগ দেয়া হয় মিডল্যান্ট সার্ভে এ্যান্ড ইন্সপেকশন কোম্পানি এবং ইঞ্জিনিয়াস সার্ভে এসোসিয়েটস লিমিটেড। ২য় সার্ভেয়ারদের জরিপ প্রতিবেদন অনুযায়ী পরিশোধযোগ্য দাবির পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৪৬ লাখ ৬ হাজার ৯শ' চুয়াল্লিশ কোটি টাকা।
২য় জরিপকারীদের প্রতিবেদন অনুসারে দাবি পরিশোধে গত ২০ মার্চ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে নির্দেশ দেয় আইডিআরএ। কিন্তু এ আদেশটি রিভিউ চেয়ে আবেদন করে বীমা কোম্পানি। এ আবেদন করা হয় গত ১৯ এপ্রিল। এ প্রেক্ষিতে গত ১৬ মে কন্টিনেন্টাল ইন্স্যুন্সে ১ম জরিকারি ও ২য় জরিপকারীদের নিয়ে শুনানী করে আইডিআরএ। শুনানীতে ১ম সার্ভেয়ারের বিরুদ্ধে বীমা আইন লঙ্ঘন ও জরিপের সময়ে অবহেলা ও অপেশাদারিত্বের প্রমাণ মেলে।