ফারইষ্ট ইসলামী লাইফের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক: ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলাম ও এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত ১৪ মার্চ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সূত্র মতে, রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম বাবু বীমা দাবি বাবদ ২৫ লাখ ২০ হাজার টাকা পাওনা আদায়ে ফারইষ্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে দণ্ডবিধি ৪১৮/৪২০ ধারায় মামলা করেন। মামলা নং-সি/আর ১৭৩/১৭।
গত মঙ্গলবার বাদীর দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র বিচার বিশ্লেষণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন আদালত।
মামলার বাদী রফিকুল ইসলাম জানান, তার স্ত্রী স্বপ্না পারভীন ২০১৫ সালের ২৮ জুন ফারইষ্ট ইসলামী লাইফে ১২ লাখ ৬০ হাজার টাকার একটি পলিসি করেন। পলিসি নং ১২৬০০০০২০১-৩। এর ৭ মাস পরে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি স্বপ্না পারভীন মারা যান। মারা যাওয়ার এক সপ্তাহের মধ্যে মৃত্যুদাবির টাকা আদায়ে ফারইষ্ট ইসলামী লাইফের ফরিদপুর সার্ভিসিং সেলে আবেদন করে। এর ৫ মাস পর গত বছরের ১৯ জুলাই ফারইষ্ট ৬ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করে। অথচ পলিসির শর্ত অনুসারে ২৫ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করার কথা।
পরবর্তীতে বাকি টাকা আদায়ে কোম্পানিতে যোগাযোগ করেন রফিকুল। এ সময় এত বড় অংকের টাকা একবারে দিতে পারবে না বলে জানায় ফরিদপুর সার্ভিসিং সেলের কর্মকর্তারা। কিন্তু এর কিছু দিন পরেই আবার কর্মকর্তারা জানান তিনি আর কোনো টাকা পাবেন না।
পরবর্তীতে দাবির টাকা আদায়ে ২ বার উকিল নোটিশ করেন রফিকুল।
এতেও কোম্পানি থেকে টাকা পরিশোধ না করায় গত ১৪ মার্চ মঙ্গলবার রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে মামলা দায়ের করেন। ওই দিন সংশ্লিষ্ট নথিপত্র যাচাই শেষে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান।