নন-লাইফের ৬৫% পলিসিই মোটর বীমা
আবদুর রহমান আবির: ২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের নন-লাইফ বীমাখাতে সর্বমোট ৬ লাখ ৪ হাজার ৯৮৬টি পলিসি ইস্যু করা হয়েছে। এরমধ্যে মোটর বীমার পলিসি রয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৫৩০টি। অর্থাৎ প্রথম প্রান্তিকে ইস্যুকৃত পলিসির ৬৫.২১ শতাংশ মোটর বীমার।
২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবসার দক্ষতার মূল্যয়ন শীর্ষক এক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বছরের প্রথম প্রান্তিকে ৪৬ কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় ৯২৭.৫২ কোটি টাকা।
বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ'র তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে নন-লাইফ বীমাখাতে ইস্যুকৃত পলিসির সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নৌ বীমা। এ খাতে ৯৪ হাজার ৯৭৩টি পলিসি ইস্যু হয়েছে, যা মোট পলিসির ১৫.৭০ শতাংশ।
এ ছাড়াও দেশজুড়ে অগ্নি বীমা পলিসি ইস্যু হয়েছে ৬৪ হাজার ৯০৪টি। যা প্রথম প্রান্তিকে ইস্যুকৃত পলিসির ১০.৭৩ শতাংশ। আর বিবিধ বীমায় পলিসি ইস্যু হয়েছে ৫০ হাজার ৫৭৯টি, যা মোট পলিসির ৮.৩৬ শতংশ।
তবে টাকার অংকে শীর্ষে রয়েছে অগ্নি বীমা। এ খাতে ইস্যুকৃত পলিসির গ্রস প্রিমিয়াম ৪২৬ কোটি ৫৮ লাখ টাকা। এ ছাড়াও নৌ বীমায় ২৯৮ কোটি ১৬ লাখ, মোটর বীমায় ৯৯ কোটি ৬ লাখ এবং বিবিধ বীমায় ১০৩ কোটি ৭২ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ হয়েছে চলতি বছরের প্রথম প্রান্তিকে।
নন-লাইফ বীমাখাতে ইস্যুকৃত পলিসির সংখ্যা বিশ্লেষণ করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ বলছে, বাস্তবে মোটর বীমার সংখ্যার ক্ষেত্রে বিআরটিএ এর সাথে যোগাযোগ করে তথ্য যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে।

 (1).gif)


