দাবি পরিশোধ করেনি ১১ লাইফ বীমা কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: মেয়াদ শেষ হওয়ার পরও দাবি পরিশোধ করছে না ১১ লাইফ বীমা কোম্পানি। কোম্পানিগুলো হলো- বায়রা লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, সান ফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
মেয়াদ উত্তীর্ণ দাবিগুলো অস্বাভাবিক হারে অনিষ্পন্ন থাকার কারণে আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেয়া যাবে না তার ব্যাখা আগামী ৭ দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর দাখিলের নির্দেশ দেয়া হয়েছে কোম্পানিগুলোকে। একই সঙ্গে অনিষ্পন্ন দাবি পরিশোধের বিষয়ে নেয়া পদক্ষেপও জানাতে হবে কর্তৃপক্ষ বরাবর। গত ২ আগস্ট বীমা কোম্পানিগুলোকে এ চিঠি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
আইডিআরএ সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে উত্থাপিত মেয়াদোত্তীর্ণ দাবিগুলোর মধ্যে বায়রা লাইফের ১১ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে ১৭ শতাংশ দাবি পরিশোধ করা হয়েছে। তবে বাকি ৮২ শতাংশই অনিষ্পন্ন। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের ৫৭ কোটি ৪৮ লাখ দাবির মধ্যে ৮৪ দশমিক ৩৭ শতাংশ অনিষ্পন্ন। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮৭ লাখ মেয়াদোত্তীর্ণ দাবির মধ্যে ৪১ শতাংশ অনিষ্পন্ন এবং দাবি পরিশোধ হয়েছে ৫৮ দশমিক ০৬ শতাংশ।
মেঘনা লাইফের মেয়াদোত্তীর্ণ দাবি ৩১০ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে অনিষ্পন্ন ৫৪ শতাংশ। মেটলাইফের ৩১০ কোটি মেয়াদোত্তীর্ণ দাবির মধ্যে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে ৫৪ শতাংশ। প্রগ্রেসিভ লাইফের ৩৯ কোটি ৩২ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ দাবির মধ্যে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে ৬৬ শতাংশ। রূপালী লাইফের মেয়াদোত্তীর্ণ দাবির পরিমাণ ৯ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে পরিশোধ হয়েছে ৭২ শতাশ এবং অপরিশোধিত অবস্থায় রয়েছে ২৭ শতাংশ।
এদিকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদোত্তীর্ণ দাবির পরিমাণ ২৮ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে ১৮ শতাংশ অনিষ্পন্ন। সানলাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ২৩ লাখ টাকা মেয়াদোত্তীর্ণ দাবির ১৭ দশমিক ৫৬ শতাংশ অনিষ্পন্ন। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদোত্তীর্ণ দাবির পরিমাণ ২৪ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে ৭৭ দশমিক ৮৭ শতাংশ অনিষ্পন্ন। এছাড়া ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৯৫ কোটি টাকা মেয়াদোত্তীর্ণ দাবির মধ্যে ২৩ শতাংশ রয়েছে অনিষ্পন্ন অবস্থায়।