লাইফ বীমায় সচল পলিসি ১ কোটি ৮ লাখ
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে লাইফ বীমাখাতে ১ কোটি ৭ লাখ ৮২ হাজার ৬৭৬টি পলিসি সচল রয়েছে। এরমধ্যে ২০১৮ সালের প্রথম প্রান্তিকে ৩ লাখ ৫ হাজার ২৮৪টি নতুন পলিসি ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
তবে নতুন পলিসি সংগ্রহের পরিমাণ মোটেও সন্তোষজনক নয় বলে জানিয়েছে আইডিআরএ। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের লাইফ ও নন-লাইফ বীমাকারীর ব্যবসার দক্ষতার মূল্যয়ন শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে দেশের লাইফ বীমাখাতে ইস্যুকৃত মোট পলিসির ৭১.২৬ শতাংশ-ই ৪টি বীমা কোম্পানির। বাকি ২৮টি লাইফ বীমা কোম্পানি নতুন পলিসি ইস্যু করেছে ২৮.৭৪ শতাংশ। এরমধ্যে পপুলার লাইফ ইস্যু করেছে ৩১.১৮ শতাংশ বা ৯৫ হাজার ২০৪টি পলিসি।
এ ছাড়াও মেটলাইফ ইন্স্যুরেন্স নতুন পলিসি ইস্যু করেছে ৭০ হাজার ৯৭টি। ন্যাশনাল লাইফ নতুন ২৭ হাজার ৫১৯টি নতুন পলিসি ইস্যু করেছে। আর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স নতুন পলিসি ইস্যু করেছে ২৪ হাজার ৭৩৪টি। অর্থাৎ প্রথম প্রান্তিকে এই ৪ কোম্পানি ২ লাখ ১৭ হাজার ৫৫৪টি নতুন পলিসি ইস্যু করেছে।