মেঘনা ইন্স্যুরেন্সের অগ্নিবীমা লাইসেন্স স্থগিতে আইডিআরএ’র শোকজ
আবদুর রহমান আবির: একাধিকবার তাগাদা দেয়ার পরও গ্রাহকের বীমা দাবির টাকা সম্পূর্ণভাবে পরিশোধ না করায় মেঘনা ইন্স্যুরেন্স’র অগ্নিবীমার লাইসেন্স কেন বাতিল করা হবে না মর্মে নোটিশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বীমা আইন ২০১০ অনুসারে নির্ধারিত সময়ে বীমা দাবি পরিশোধ না করা এবং এ বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করায় এ নোটিশ দেয়া হয়।
গত ২৭ আগস্ট পাঠানো এ নোটিশে মেঘনা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তাকে ৩০ দিনের মধ্যে অর্থাৎ ২৭ সেপ্টেম্বরের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।
সাধারণ বীমা করপোরেশন থেকে পুনর্বীমার টাকা তুলে নেয়ার পরও দাবির টাকা পরিশোধ করেনি মেঘনা ইন্স্যুরেন্স, আইডিআরএ’র কাছে এমন অভিযোগ করেছে বীমা গ্রাহক কেমট্রেক ইন্ডাস্ট্রিজ ।
অভিযোগ সূত্রে জানা গেছে, মেঘনা ইন্স্যুরেন্সের অগ্নিবীমা পলিসির আবরণে থাকা কারখানা আগুনে পুড়ে গেলে বীমা দাবি উত্থাপন করে কেমট্রেক ইন্ডাস্ট্রিজ। বীমাকারীর নিয়োগ করা দুই জরীপ কোম্পানি আগুনে কারখানাটির মোট ৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৮শ’ টাকা ক্ষয়-ক্ষতি নিরুপন করে প্রতিবেদন দেয়।
এরপর ১৬ নভেম্বর ২০১৭ তারিখ পুনর্বীমার ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করে দেয় অগ্নিবীমা পলিসিটির পুনর্বীমাকারী সাধারণ বীমা করপোরেশন।
পুনর্বীমার এ টাকা পাওয়ার পর গ্রাহক কেমট্রেক ইন্ডাস্ট্রিজকে ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ২ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করে মেঘনা ইন্স্যুরেন্স। অবশিষ্ট ৪ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৪শ’ টাকা পর্যায়ক্রমে কিস্তিতে পরিশোধ করার কথা জানায় বীমা কোম্পানিটি।
পুনর্বীমার টাকা তুলে নেয়ার পরও গ্রাহকের অবশিষ্ট পাওনা এককালীন পরিশোধ না করায় মেঘনা ইন্স্যুরেন্সের বিরুদ্ধে আইডিআরএ অভিযোগ করে গ্রাহক কেমট্রেক ইন্ডাস্ট্রিজ।
এ অভিযোগের প্রেক্ষিতে বীমা দাবিটি দ্রুত পরিশোধ করার তাগিদ দিয়ে একাধিক চিঠি দেয় আইডিআরএ।
এসব চিঠি পাওয়ার পরও দাবিটি পরিশোধ করেনি মেঘনা ইন্স্যুরেন্স।
এরপর এ কারণ দর্শানোর নোটিশ দেয় আইডিআরএ।
এ বিষয়ে জানতে মেঘনা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সরোয়ার জাহান জামিল এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তবে তিনি একটি মিটিংয়ে আছেন উল্লেখ করে ফোনটি কেটে দেন। পরে আবারও তার ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। এমনকি তার মোবাইল মেসেস দেয়া হলেও তিনি সাড়া দেননি।