নাটোরের ৭২ গ্রাহকের টাকা দিচ্ছে না প্রাইম ইসলামী লাইফ
নিজস্ব প্রতিবেদক: মেয়াদ শেষ হওয়ার পর এক বছর পার হলেও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কাছ থেকে টাকা পাচ্ছে না নাটোরের ৭২ গ্রাহক। কোম্পানির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। কোনো উপায় না পেয়ে গত ২১ মার্চ তারা ইন্স্যুরেন্সনিউজবিডি’র কাছে ই-মেইল বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় ৭২ গ্রাহকের বিস্তারিত তথ্য প্রদান করে দ্রুত দাবি পেতে সহযোগিতার আহবান জানিয়েছেন। ই-মেইল বার্তাটি পাঠিয়েছেন প্রাইম ইসলামী লাইফের বীমা গ্রাহক মোঃ রকিব হাসান।
ই-মেইল বার্তায় তিনি লিখেছেন “আমি মোঃ রকিব হাসান, পিতা- মোঃ শমসের আলী, গ্রামঃ বাহাদুরপুর, ডাকঃ চামারী, উপজেলাঃ সিংড়া, জেলাঃ নাটোর, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর পরিবার কল্যাণ বীমা ডিভিশনের একজন গ্রাহক। আমার পলিসি নং ০০২৬০০৩৭৪৫-২, প্রকল্প নং ১০৪, মেয়াদ-১০ বছর, বীমা অংক-১২০০০/=, মেয়াদ উত্তীর্নের তারিখ-২৮/০২/১৬ ইং । মেয়াদ শেষে আমি আমার পাশবই, রসিদ, বয়স প্রমান, আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র ২৭/০৩/১৬ ইং তারিখে প্রকল্প প্রধান কার্যালয়ে(ঢাকায়) প্রেরণ করি। সংগতিপূর্ন সময় অতিক্রান্ত হওয়ার অধিককাল অর্থাৎ ০৬ মাস পর ২৭/০৯/১৬ ইং তারিখে আমি মেয়াদোত্তীর্ন দাবীর নির্বাহী রসিদ পাই। নির্বাহী রসিদ পুরণ করে ব্যাংক স্লিপসহ ০৯/১০/১৬ ইং তারিখে প্রকল্প প্রধান কার্যালয়ে (ঢাকায়) প্রেরণ করি। কিন্তু এখনও আমার চেক পাই নাই। মেয়াদ উত্তীর্নের ০১ বছর পরও যখন চেক পাই নাই, কোন উপায় না দেখে আপনার/আপনাদের স্বরনাপন্ন হলাম।”
বিস্তারিত আসছে...