খলিল আহমদ ও এমদাদুল হক আইডিআরএ’র সেরা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমেদ এবং কর্মকর্তা মোঃ এমদাদুল হক কর্তৃপক্ষের ২০১৭-১৮ অর্থবছরের সেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭’র আওতায় গতকাল বুধবার তাদের সম্মাননা দেয়া হয়।

কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমেদ তার ফেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়াও কর্তৃপক্ষের আরেক পরিচালক (উপ-সচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকও তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

ম থেকে ১০ম গ্রেডনির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমেদ এবং ১১তম থেকে ২০তম গ্রেড এ মোঃ এমদাদুল হক সেরা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সম্মাননা হিসেবে ১টি করে ক্রেস্ট, সার্টিফিকেট ও ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক প্রদান করা হয়।

আইডিআরএ কার্যালয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারীসহ কর্তৃপক্ষের সদস্যগণ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকগণ, পরিচালকগণ, পরামর্শক এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।