লাইফ বীমায় ৩ হাজার ৭৬ কোটি টাকা দাবি পরিশোধ
নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে দেশের লাইফ বীমাখাতে ৩ হাজার ৭৫ কোটি ৬৯ লাখ টাকা দাবি পরিশোধ করেছে বীমা কোম্পানিগুলো। তবে বীমা গ্রাহকদের পক্ষ থেকে দাবি উত্থাপন করা হয় ৪ হাজার ৬৬ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ উত্থাপিত বীমা দাবির ৭৫ শতাংশ নিষ্পত্তি করেছে লাইফ বীমা কোম্পানিগুলো।
লাইফ ও নন-লাইফ বীমাকারীর ব্যবসার দক্ষতার মূল্যায়ন শীর্ষক দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । অনেক বীমা প্রতিষ্ঠানে মৃত্যুদাবি, মেয়াদোর্ত্তীর্ণ দাবি এবং এসবি ১০০% নিষ্পত্তি দেখানো হয়েছে যা বাস্তবতার নিরিখে প্রশ্ন রয়েছে এবং তা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেছে কর্তৃপক্ষ।
আইডিআরএ’র বলছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের লাইফ বীমাখাতে সর্বমোট ১৬ লাখ ৮ হাজার ৪১টি বীমা দাবি উত্থাপন করা হয়। এরমধ্যে কোম্পানিগুলো পরিশোধ করেছে ১০ লাখ ২৬ হাজার ৪২৩টি। মৃত্যুদাবি, মেয়াদোর্ত্তীর্ণ দাবি, সারেন্ডার দাবি, সারভাইবেল বেনিফিট দাবি, গ্রুপ এবং অন্যান্য বাবদ এসব দাবি উত্থাপন করা হয়।
তথ্য অনুসারে, ২০১৮ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ১৫৩ কোটি ৫৮ লাখ টাকার ১৩ হাজার ৯২৪টি মৃত্যুদাবি, ১ হাজার ৯০ কোটি ৪৮ লাখ টাকার ৪ লাখ ৮৩ হাজার ১৬৭টি মেয়াদোর্ত্তীর্ণ দাবি, ১৫২ কোটি ১৪ লাখ টাকার ৩৮ হাজার ৫৫৫টি সারেন্ডার দাবি, ৩২২ কোটি ৪৪ লাখ টাকার ২ লাখ ১০ হাজার ৭০৮টি সারভাইবেল বেনিফিট দাবি এবং ১৭২ কোটি ১৮ লাখ টাকার ৩৯ হাজার ৭৮৪টি গ্রুপ ও অন্যান্য দাবি উত্থাপন করা হয়।
এরমধ্যে ৫৩ কোটি ৮০ লাখ টাকার ৪ হাজার ৩৮৪টি মৃত্যুদাবি, ৮৪০ কোটি ৮৫ লাখ টাকার ৩ লাখ ৮ হাজার ৩৫টি মেয়াদোর্ত্তীর্ণ দাবি, ১৪০ কোটি ৮৪ লাখ টাকার ১৫ হাজার ৪৯৩টি সারেন্ডার দাবি, ২০৩ কোটি ৫ লাখ টাকার ১ লাখ ১৮ হাজার ৬৬৭টি সারভাইবেল বেনিফিট দাবি এবং ১২২ কোটি ৮ লাখ টাকার ৩১ হাজার ৫৬১টি গ্রুপ ও অন্যান্য দাবি পরিশোধ করে বীমা কোম্পানিগুলো।
এরআগে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৩২ কোটি ২০ লাখ টাকার ১১ হাজার ৪২৫টি মৃত্যুদাবি, ১ হাজার ২৬১ কোটি ২০ লাখ টাকার ৪ লাখ ৯৩ হাজার ৬০২টি মেয়াদোর্ত্তীর্ণ দাবি, ১৪৭ কোটি ৩৯ লাখ টাকার ১৯ হাজার ৫৫৮টি সারেন্ডার দাবি, ৪৭৩ কোটি ৯ লাখ টাকার ২ লাখ ৫৭ হাজার ৫৯৯টি সারভাইবেল বেনিফিট দাবি এবং ১৬১ কোটি ৫৫ লাখ টাকার ৩৯ হাজার ৭১৯টি গ্রুপ ও অন্যান্য দাবি উত্থাপন করা হয়।
এরমধ্যে ৭২ কোটি ৬২ লাখ টাকার ৫ হাজার ৯৩১টি মৃত্যুদাবি, ১ হাজার ৬৯ কোটি ৭৬ লাখ টাকার ৩ লাখ ৩৯ হাজার ৩৫৪টি মেয়াদোর্ত্তীর্ণ দাবি, ১৪৪ কোটি ৬১ লাখ টাকার ১৮ হাজার ৯১২টি সারেন্ডার দাবি, ৩১৭ কোটি ৩৪ লাখ টাকার ১ লাখ ৪৩ হাজার ৮২৮টি সারভাইবেল বেনিফিট দাবি এবং ১১০ কোটি ৭৪ লাখ টাকার ৩১ হাজার ২৫৮টি গ্রুপ ও অন্যান্য দাবি পরিশোধ করে বীমা কোম্পানিগুলো।