বিচারকের ভূমিকা পালন করে সার্ভেয়ররা: বিএম ইউসুফ আলী
নিজস্ব প্রতিবেদক: সার্ভেয়ররা বিচারকের ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়র্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ’র সদস্য বোরহান উদ্দিন আহমেদ।
বিএম ইউসুফ আলী বলেন, সার্ভে রিপোর্ট ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। সার্ভে রিপোর্টের ওপর ভিত্তি করেই বীমা দাবি পরিশোধ করা হয়। তাই সার্ভেয়রা বিচারকের ভূমিকা পালন করে। এ জন্য কোন ভয়ভীতি বা প্রভাবিত হয়ে নয়, নিরপেক্ষ রিপোর্ট দিবেন।
তিনি আরো বলেন, সবাই সার্ভেয়রদের প্রভাবিত করার চেষ্টা করে। এখানে কোম্পানি যেমন প্রভাবিত করার চেষ্টা করে তেমনি গ্রাহকরাও সেটা করে। তাই আপনাদের সাহসী ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়র্স এসোসিয়েশনের সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য গকুল চাঁদ দাস ও ড. এম মোশারফ হোসেন। এতে সভাপতিত্ব করেন বিআইএসএ’র সভাপতি কেএনএম খোরশেদ আলম (বাদল) ।