লাইসেন্স বাতিলে শিথিলতার দাবি সার্ভেয়রদের
নিজস্ব প্রতিবেদক: লাইসেন্স বাতিলের বিষয়ে শিথিলতার দাবি জানিয়েছে সার্ভেয়রদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়র্স এসোসিয়েশন (বিআইএসএ) । আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে সংগঠনটির তৃতীয় বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
বিআইএসএ’র সভাপতি কেএনএম খোরশেদ আলম বাদল বলেন, আমাদের মূল সমস্যা দেখা যায় বীমা গ্রহীতা ও বীমাকারির মধ্যে অসামঞ্জস্য দেখা দিলে। তিনি বলেন, সার্ভেয়রদের শাস্তির ক্ষেত্রে লাইসেন্স বাতিল করার বিষয়টি খুবই কঠোর।
খোরশেদ আলম বলেন, আমরা মানুষ, আমাদের ভুল-ভ্রান্তি হতে পারে। তবে তার পরিমাণ খুব বেশি না। তাই যে প্রতিষ্ঠানটি ৩০-৪০ বছর ধরে চলছে, তার লাইসেন্স বাতিল করে দিলে খুবই কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। তাই লাইসেন্স বাতিলের বিষয়ে শিথিলতার দাবি জানাই।
তিনি আরো বলেন, আমাদের যে ফি ধার্য করা হয়েছে তা খুবই কম। যার ফলে এখানে ভাল ছেলে-মেয়ে আসতে চায় না। তাই আমরা বেশি ফি দিলে, আমাদের এসব প্রতিষ্ঠান বিশ্বমানের হয়ে উঠবে। তিনি বলেন, বীমা নিয়ে অনেক সেমিনার ও সভা হয়। এসব সভা-সেমিনারে আমাদের অংশগ্রহণ থাকলে আমরা উন্নয়নে অংশিদার হতে পারব।