এক বছরের মধ্যে বীমা খাতের উন্নয়ন দৃশ্যমান হবে
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ রেজাউল ইসলাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের বীমা খাতের উন্নয়ন দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সে অনুযায়ী কাজ করছি।
তিনি জানান, আইডিআরএ যোগদানে ৪ ডিসেম্বর তার এক বছর পূর্ণ হবে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বীমা কোম্পানির চাকরি করেছেন বলেও উল্লেখ করেন।
সোমবার রাজবাড়ীতে কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারইস্ট ইসলামী লাইফের জেইভিপি ও ফরিদপুর শাখার ইনচার্জ শেখ আব্দুর রশিদ ।
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের রাজবাড়ী সার্ভিসিং সেন্টারের ইনচার্জ (প্রস্তাবিত) আব্দুল আহাদ মৃধা বলেন, গ্রাহকদের মৃত্যু দাবি ও মেয়াদোত্তীর্ণ দাবির টাকা বছরের পর বছর অতিবাহিত হলেও হোমল্যান্ড লাইফ নানা অজুহাতে তা পরিশোধ না করে গ্রাহকদের হয়রানি করছে।
অনুষ্ঠানে বীমা কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতন-ভাতার বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানান। এছাড়া বীমা আইন ২০১০ অনুযায়ী গ্রাহকদের মৃত্যু দাবি অথবা মেয়াদোত্তীর্ণ দাবির টাকা ৯০ দিন কমিয়ে সর্বোচ্চ ৩০ দিন করার প্রস্তাব করেন।
এদিকে আইডিআরএ’র নির্বাহী পরিচালক তাদের বীমা দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
সভায় বক্তব্য রাখেন পদ্মা ইসলামী লাইফের জেনারেল ম্যানেজার (সেলস) খন্দকার মাসুদ ও সন্ধানী লাইফের ফরিদপুর ডিভিশনাল ইনচার্জ জনাব আব্দুল আজিজ মুন্সীসহ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির ইনচার্জগণ।