নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ে আইডিআরএ কর্মকর্তাদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ২ ও ৩ ডিসেম্বর কর্তৃপক্ষের কার্যালয়ে সেবা সহজীকরণ সংক্রান্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মন্ত্রীপরিষদ বিভাগ ও একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এর সহযোগিতায় আইডিআরএ কর্মশালাটির আয়োজন করে। একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম’র মোঃ মাহবুবুর রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

দু’দিনব্যাপী এ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোঃ সাঈদ কুতুব উপস্থিত ছিলেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র সকল কর্মকর্তা এতে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন।