লাইফ বীমার মূখ্য নির্বাহীদের সঙ্গে আইডিআরএ’র সমন্বয় সভা
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি-বেসরকারি লাইফ বীমা প্রতিষ্ঠানগুলোর মূখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আজ মঙ্গলবার বিকালে কর্তৃপক্ষের কার্যালয়ে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জীবন বীমা করপোরেশন এবং অন্যান্য লাইফ বীমা কোম্পানির ব্যবসার দক্ষতা মূল্যায়নে কোম্পানিগুলোর প্রিমিয়াম আয়, দাবি পরিশোধ, তামাদি পলিসি, ব্যবস্থাপনা ব্যয়, সম্পদ, লাইফ ফান্ড, বিনিয়োগ ও মার্কেট শেয়ারসহ বিভিন্ন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) খলিল আহমদ।
আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড. মোশারফ হোসেন এবং পরিচালক- ৩ (উপ-সচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকসহ আইডিআরএ’র নির্বাহী পরিচালক, পরিচালক, উপদেষ্টা এবং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী, বেস্ট লাইফের মূখ্য নির্বাহী একরামুল আমিন, ফারইষ্ট ইসলামী লাইফের মূখ্য নির্বাহী হেমায়েত উল্যাহ, প্রাইম ইসলামী লাইফের মূখ্য নির্বাহী শাহ আলম এফসিএ, ন্যাশনাল লাইফের মূখ্য নির্বাহী জামাল এম এ নাসের উপস্থিত ছিলেন।
এ ছাড়াও প্রগতি লাইফের মূখ্য নির্বাহী জালালুল আজিম, হোমল্যান্ড লাইফের মূখ্য নির্বাহী আজিজুল ইসলাম তালুকদার, গার্ডিয়ান লাইফের মূখ্য নির্বাহী এমএম মনিরুল আলম, গোল্ডেন লাইফের মূখ্য নির্বাহী নূর মোহাম্মদ ভূঁইয়া, যমুনা লাইফের মূখ্য নির্বাহী বিশ্বজিৎ মণ্ডল, জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী এসএম নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।