বীমার সার্বিক পরিস্থিতি নিয়ে বিআইএ’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: বীমা শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ঢাকা ক্লাবে বীমা মালিক ও কর্মকর্তাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।

অনুষ্ঠানে বীমার সাফল্য, সম্ভাবনা, সমস্যা ও সমাধান নিয়ে নানা দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। জীবন বীমার অর্জন ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা জালালুল আজিম। অন্যদিকে সাধারণ বীমা শিল্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন রুপালী লাইফ ইন্স্যুরেন্সের এফসিএ ও মূখ্য নির্বাহী কর্মকর্তা নিশীথ কুমার সরকার।

এছাড়া সভায় মাইক্রো-ইন্স্যুরেন্সে বিশেষ গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে ১৫তম আন্তর্জাতিক মাইক্রো-ইন্স্যুরেন্স কনফারেন্স (আইএমসি) বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদিন মোল্লা এবং বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার।

বিআইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।