বীমা নিয়ে বাজারে গুজব রয়েছে: বিআইএ’র প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক: বীমা নিয়ে বাজারে গুজব আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। তিনি বলেন, মানুষের ধারণা আমরা বীমা দাবির টাকা পরিশোধ করি না। বিশেষ করে লাইফ বীমার ক্ষেত্রে গ্রামে এ অভিযোগটা বেশি করা হয়।
লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও এমডিদের (ব্যবস্থাপনা পরিচালক) উদ্দেশ্য করে তিনি বলেন, বীমা নিয়ে যদি কোনো ব্লেইম আসে, তাহলে এর দায়-দায়িত্ব আপনাদেরই নিতে হবে। বীমার ইমেজ রক্ষা করতে সকলের সহেযোগিতায় একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ঢাকা ক্লাবে বিআইএ’র উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেকের ধারণা আমরা মানুষের টাকা নেই, কিন্তু দেই না। বীমার ক্লেইমের টাকা খেয়ে বড়লোক হয়েছি। আমাদের দালাল ভাবা হয়। কিন্তু এসব ধারণা মানুষের মনে কেন আসবে? এর দায়-দায়িত্ব হলো যারা অফিস চালায়, তাদের। কাজেই এদিকে আপনাদের সজাগ থাকতে হবে। এজন্য সকলের সহযোগিতায় এগিয়ে যেতে হবে।
এছাড়া তিনি নতুন বছরে নতুন অঙ্গীকারে পরিকল্পনানুযায়ী বীমা কোম্পানিগুলোকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন দেশের লাইফ ও নন-লাইন ইন্স্যুরেন্স কোম্পানির মালিক, কর্মকর্তা ও বীমা ব্যক্তিত্বরা।