বীমাখাতের তথ্যভাণ্ডার তৈরি করছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: বীমাখাতের তথ্যভাণ্ডার তৈরি করতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ লক্ষ্যে দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর বিভিন্ন তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ছকে এ তথ্য পাঠাতে হবে।

গত ২৩ জানুয়ারি পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের ডাইন্যামিক ওয়েবসাইট করা হয়েছে। কর্তৃপক্ষের এ ওয়েবসাইটে বীমা শিল্পের যাবতীয় তথ্য আপলোড করা হবে। এ জন্য কর্তৃপক্ষকে সংযুক্ত ছক মোতাবেক তথ্য দিতে হবে। পাশাপাশি বীমাকারীর ওয়েবসাইটেও এ তথ্য আপলোড করার নির্দেশ দেয়া হয়েছে।

তথ্য পাঠানোর ক্ষেত্রে অবশ্য পালনীয় কিছু নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ। এগুলো হলো- তথ্য সফট কপি ও হার্ড কপি পাঠাতে হবে। বাংলার ক্ষেত্রে নিকস ফন্ট এবং ইংরেজির ক্ষেত্রে টাইম সিরিজ রোমান ফন্ট হবে হবে। এমডি/ সিইও/ সিএফও/ সচিবের নাম বাংলা ও ইংরেজিতে লিখতে হবে এবং ছবির স্কেন কপি পাঠাতে হবে।

এ ছাড়াও পরিকল্পের নাম বাংলা ও ইংরেজিতে পাঠাতে হবে। বীমা দলিল/ কভারনোট এবং পরিকল্পের ব্রসিউরের কপি পিডিএফ ফরমেটে এবং হার্ড কপি দিতে হবে। এমডি/ সিইও/ উপদেষ্টা এবং শাখা অনুমোদনের স্কেন কপি এবং হার্ড কপি (ফটোকপি) পাঠাতে হবে। নির্ভুল তথ্য প্রদান করতে হবে এবং ছক পূরণপূর্বক সফট কপি- [email protected] –এই ই-মেইলে পাঠাতে হবে।