কর্মীদের আরো দক্ষ, সৎ ও আন্তরিক হতে বললেন এসএম নুরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: বীমা কর্মীদের আরো দক্ষ, সৎ ও আন্তরিক হতে বললেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান। আজ শনিবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জে কোম্পানির নতুন সার্ভিস সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীটা সাহসী মানুষের জন্য। যারা সাহস নিয়ে দৃঢ় পদে সামনে এগিয়ে যায়, সফলতা তাদের কাছেই ধরা দেয়। বীমা কর্মীরা সাহসী হলে তারাও সফলতা পাবে। সব ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি জেনিথ ইসলামী লাইফের কর্মীদের সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান।
বীমাগ্রাহক, কর্মকর্তা ও কর্মীদের অ্যাপস ব্যবহারের আহবান জানিয়ে এস এম নুরুজ্জামান বলেন, প্রযুক্তির এই যুগে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। সময় ও সুযোগের সদ্ব্যবহার করতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে জেনিথ ইসলামী লাইফে যে নতুন সংযোজন ঘটছে তা কাজে লাগাতে হবে।
সিলেট বিভাগের এএমডি মো. এমরানুর রহমান ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিএমডি মাজেজুল ইসলাম, ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দিন ও এজিএম (গ্রুপ) মো. আনোয়ার হোসেন। এ ছাড়াও কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।