বীমাখাত উন্নয়ন প্রকল্পে ৮ কর্মকর্তা নিয়োগ দিচ্ছে সরকার

আবদুর রহমান আবির: বাংলাদেশ বীমাখাত উন্নয়ন প্রকল্প (বিআইএসডিপি)’র ৫টি পদে দু’জন বিশেষজ্ঞসহ ৮ কর্মকর্তা নিয়োগ দিচ্ছে সরকার। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রকল্প পরিচালক বরাবর আগ্রহপত্র জমা দিতে বলা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত দু’টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। আগামী মে’তে প্রকল্পের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (পিএমএস) পদে নেয়া হবে একজন। এ পদে যোগ্যতা চাওয়া হয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট/ ইকনোমিকস/ একাউন্টিং/ ফাইন্যান্স/ বিজনেস এডমিনিস্ট্রেশনে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা খ্যাতনামা কোন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্রাজুয়েট।

একইসঙ্গে বাংলাদেশে ম্যানেজমেন্ট প্রজেক্ট বা এ ধরনের কর্মকাণ্ডে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কোন দাতা সংস্থার আর্থিক প্রকল্পে অন্তত ৫ বছর সরাসরি কাজের অভিজ্ঞতা ছাড়াও বিশ্ব ব্যাংকের আর্থিক প্রকল্প বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা এবং আইসিটি খাতের প্রকল্প সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ইংরেজি ভাষায় হতে হবে সাবলিল।

আইসিটি স্পেশালিস্ট পদে নিয়োগ পাবেন একজন। এ পদে আগ্রহীকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, এপ্লাইড ফিজিক্স এবং ইলেক্ট্রনিক্স ইত্যাদি যেকোন বিষয়ে ডিগ্রি থাকতে হবে। আইটি প্রকল্পে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

ফিন্যান্স অ্যাসোসিয়েট (এফএ) পদে নিয়োগ দেয়া হবে একজন। যোগ্যতা- স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/ বিজনেস এডমিনিস্ট্রেশন অথবা সংশ্লিষ্ট অন্যকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রি। সঙ্গে থাকতে হবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটারেও হতে হবে দক্ষ। বিশ্ব ব্যাংক, এডিবি’র মতো সংস্থার কোন প্রকল্পের একাউন্টস ও ফান্ড ম্যানেজমেন্টের অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।

একাউন্টস অ্যাসোসিয়েট (এএ) পদে একজন নিয়োগ দেয়া হবে। স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/ বিজনেস এডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি অথবা চার্টার্ড একাউন্টিং ফার্ম থেকে সিএ কোর্স সম্পন্নকারী একাউন্টস অ্যাসোসিয়েট পদে আবেদন করতে পারবেন। কম্পিউটারে দক্ষতাসহ ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়াও প্রজেক্ট অ্যাসোসিয়েট (পিএ) পদে নিয়োগ দেয়া হবে চারজন। স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী এ পদে আবেদন করতে পারবেন। তবে এডমিনিস্ট্রেটিভ, একাউন্টিং ও ফিন্যান্স সম্পর্কিত কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারেও থাকতে হবে দক্ষতা।

আবেদনের ক্ষেত্রে কোন বয়সসীমা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে প্রাথমিকভাবে নিয়োগের মেয়াদ উল্লেখ করা হয়েছে ৪০ মাস। এই সময়সীমা আরো বাড়ানো হতে পারে। আবেদন পাঠানোর ঠিকানা- মো. নায়েব আলী মণ্ডল, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), এসবিসি টাওয়ার (৯ম তলা), ৩৭/এ, দিলকুশা বা/এ, ঢাকা- ১০০০।