এ কে এম ইলিয়াস হোসেন আর নেই
নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এ কে এম ইলিয়াস হোসেন আর নেই। আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি নওগাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার ছোটভাই এ কে এম রফিকুল বাদশা মৃত্যুর খবর নিশ্চিত করেন।
গত দুই বছর যাবৎ তিনি ক্যান্সার ও কিডনি সমস্যায় ভুগছিলেন।
আন্তর্জাতিক এ বীমা ব্যক্তিত্ব একচ্যুয়ারিয়াল সোসাইটি অব বাংলাদেশ'র প্রেসিডেন্ট ছিলেন। ইলিয়াস হোসেন জীবন বীমা করপোরেশনে কর্মজীবন শুরু করেন।
তিনি ইন্স্যুরেন্স একডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বীমা বিষয়ক একাধিক বই লেখেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে তিনি অগণিত প্রবন্ধ পাঠ করেন।
তিনি নওগাঁর সদর বশাইল ইউনিয়ন চক আতিতা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত ইসমাইল হোসেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল বাদ আসর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।