মূখ্য নির্বাহীদের সঙ্গে বুধবার বৈঠকে বসছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানিগুলোর মূখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামীকাল বুধবার সকাল ১১টায় কর্তৃপক্ষের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে আইডিআরএ সূত্রে জানা গেছে।

আইডিআরএ চেয়ারম্যান হিসেবে এম শেফাক আহমেদ অ্যাকচ্যুয়ারি'র দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ায় কর্তৃপক্ষের নতুন সদস্য গকুল চাঁদ দাসকে চেয়ারম্যানের চলতি দায়িত্ব দেয়া হয়েছে। আইডিআরএ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর মূখ্য নির্বাহীদের সঙ্গে এটিই হবে গকুল চাঁদের প্রথম বৈঠক।